ফাইনালে দুরন্ত পিভি সিন্ধু, সুইস ওপেন ২০২২ খেতাব জিতলেন ভারতীয় তারকা শাটলার

লাগাতার ব্যর্থতার পর অবশেষে সাফল্য। সুইস ওপেন ২০২২  মহিলা সিঙ্গেলস ব্য়াডমিন্টন খেতাব জিতলেন পিভি সিন্ধু। ফাইনালে হারালেন থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে।
 

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ব্রোঞ্জ জয়ের পর থেকেই সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধুর(PV Sindhu)। সাম্প্রতিক কালে সবব প্রতিযোগিতাতেই ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি। তা সে জার্মান ওপেন (German Open)হোক আর অল ইংল্য়ান্ড প্রতিযোগিতা। কোনও জায়গাতেই সেরা ছন্দে দেখা যায়নি পরপ দুবার অলিম্পিক পদক জয়ীকে। শেষ দুটি প্রতিযোগিতাতেই দ্বিতীয় রাউন্ডের গণ্ডী টপকাতে পারেনি পিভি সিন্ধু। অবশেষে  ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের ঘুড়ে দাঁড়ালেন ভারতীয় তারকা শাটলার (Shuttler)। সুইস ওপেন (Swiss Open 2022) জিতে আরও একবার নিজের জাত চেনালেন ও সমালোচকদের দিলেন যোগ্য জবাব। এই জয়টা খুব প্রয়োজনীয় ছিল সিন্ধুর জন্য। ফাইনালে  থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে হারিয়ে সুইস ওপেন খেতাব জিতলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। 

ফাইনালে প্রথম থেকেই অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল পিভি সিন্ধুকে। এনমনিতেই ইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে সিন্ধুর পরিসংখ্যান অত্যন্ত ভালো। এদি নের ফাইনালের আগে শেষ ১৬ বারের সাক্ষাতে ১৫ বারই জয়ের স্বাদ পেয়েছিস পিভি সিন্ধু। এদিনের ফাইনালে সেই দাপট ধরে রাখে ভারতীয় তারকা শাটলার। খেলার ফল ১২-২১, ১৮-২১। প্রথম গেমে শুরুর দিকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করছিলেন বুসানান। প্রথমে ৩-০ তে এগিয়েও যান সিন্ধু। বুসানান অবশ্য প্রত্যাবর্তন করেন এবং স্কোরকে ৭-৭-এ সমতায় ফেরান। বিরতিতে যাওয়ার সময় ২ পয়েন্টে এগিয়েছিলেন সিন্ধু। কিন্তু বিরতির পর সিন্ধুর আক্রমণের সামনে আর দাঁড়াতে পারেননি থাইল্যান্ডের শাটলার। ১২-২১ ব্যবধানে প্রথম গেম পকেটে পুরে নেয় পিভি সিন্ধু। 

Latest Videos

 

 

দ্বিতী গেমে সকলেই আশা করেছিলেন ফাইনালের মত বড় ম্য়াচে লড়াইয়ে ফেরার চেষ্টা করবেন বুসানান। কিন্তু দ্বিতীয় গেমে আরও বিদ্ধংসী ছন্দে পাওয়া যায় পিভি সিন্ধুকে। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি।  কোর্টে এক তরফা চলতে থাকে সিন্ধুর দাপট। বিরতিতে এগিয়েছিলেন ১১-২ পয়েন্টে। তার পর ম্যাচ শেষ করতে সময় নেননি ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়। এদিন সুইস ওপেনের ফাইনালে  মাত্র ৪৯ মিনিটেই শেষ হয়ে যায় ফাইনালের ম্যাচ।  এ বছর এটি দ্বিতীয় বিডব্লিউএফ খেতাব হল সিন্ধুর। এর আগে সৈয়দ মোদী ওপেন জিতেছিলেন তিনি। এই জয়ের পর উচ্ছ্বসিত দেখায় পিভি সিন্ধুকে। পরপর ব্যর্থতার পর এই জয় সিন্ধুর আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। জয়ের পর শুভেচ্ছার জোয়ারে ভাসেন ভারতীয় তারকা শাটলার।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya