আইপিএল খেলতে গিয়ে করোনা আক্রান্ত টিম ইন্ডিয়ার পেস বোলার, উদ্বিগ্ন বিসিসিআই

Published : Aug 28, 2020, 07:25 PM ISTUpdated : Aug 28, 2020, 08:22 PM IST
আইপিএল খেলতে গিয়ে করোনা আক্রান্ত টিম ইন্ডিয়ার পেস বোলার, উদ্বিগ্ন বিসিসিআই

সংক্ষিপ্ত

আইপিএল করোনা ভাইরাসের থাবা  করোনা আক্রান্ত সিএসকের ১৩ সদস্য তাদের মধ্যে রয়েছে এক ভারতীয় পেসার যেই খবর জানার পর উদ্বিগ্ন বিসিসিআই  

সব কিছু ঠিকঠাকই চলছিল। দেশের মাটিতে করোনা টেস্ট করিয়েই আরব আমিরশাহির বিমানে উঠেছিল প্রত্যেকটি আইপিএল দল। শুধু প্লেয়াররাই নয় কোচিং স্টাফ থেকে সাপোর্টিং স্টাফ সকলের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হয়েছে। মরুদেশে পৌছে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে গিয়েছিল সবকটি দল। সকলেই ঠিকঠাক মত কোয়ারেন্টাই পর্ব কাটিয়ে অনুশীলনে ফিরছিল। কিন্তু সেই মুহূর্তেই একটা খবর নাড়িয়ে দিল গোটা প্রতিযোগিতার ভিত। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চেন্নাই সুপার কিংসের ১ জন প্লেয়ার সহ ১২ জন সাপোর্টিং স্টাফ ও মিডিয়া টিমের সদস্যরা।

আরও পড়ুনঃআইপিএল শুরুর আগেই করোনার থাবা,আক্রান্ত ধোনির চেন্নাই সুপার কিংসের ১৩ জন্য

এক প্লেয়ার সহ সিএসকের মোট ১৩ জনের শরীরে করোনা ভাইরাসের সমক্রমণ ধরা পড়ার পরই সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অনুশীলনে নামার অনুমতি পায়নি দলও। গোটা দলকেই ফের পাঠানো হয়েছে আইসোলেশনে। কিন্তু উদ্বেগ আরও বাড়িয়েছে যেই খবরে তাহল, সিএসকে যে এক জোরে বোলার করোনা আক্রান্ত হয়েছে তার তিনি বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সদস্য। যদিও দলের তরফ তেকে নিয়ম অনুয়ায়ী সেই প্লেয়ারের নাম প্রকাশ করা হয়নি।  একই আইপিএলে করোনা থাবা তারউপর ভারতীয় দলের পেসার করোনা আক্রান্ত এই খবর  প্রকাশ্যে আসার পরই চিন্তা বেড়েছে বিসিসিআইয়ের।

আরও পড়ুনঃমরুদেশে প্রথমবার খোলা হাওয়ার কোহলিরা, চুটিয়ে আড্ডা ও ইন্ডোর গেমসে মাতল আরিসিবি

আরও পড়ুনঃ২২ গজে ভূত দেখা থেকে কোহলিদের মারপিঠ, আইপিএলের খেউড় জমিয়ে দিয়েছে এই সব ছবি

নাম প্রকাশ করা যাবে না এই শর্তে আইপিএল তথা সিএসকের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, ‘চেন্নাইয়ের এক ডানহাতি মিডিয়াম পেসার, যিনি সম্প্রতি টিম ইন্ডিয়ার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ।’ তবে সিএসকের এক প্লেয়ার সহ অন্যান্য সকেকর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাদের দেখভাল করছে। কিন্তু আইপিএলের শুরু আগে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে এই ঘটনা বিশাল বড়ে ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে