মিতালি পুণম জুটিতে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ভারতের

Published : Oct 11, 2019, 08:17 PM IST
মিতালি পুণম জুটিতে দ্বিতীয় একদিনের ম্যাচে জয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ভারতের

সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় মিতালিদের পুণম-মিতালি জুটিতে ৫ উইকেটে জয় ভারতের তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-০তে

পুণে টেস্টে বিরাটের ভারতীয় দল ফাফ ডুপ্লেসির দক্ষিণ আফ্রিকাকে তুমুল চাপে ফেলে দিয়েছে। বিরাটের দল যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করছে তখন ভারতীয় মহিলা দলই বা চুপ করে বসে থাকে কি করে। ভদোদরায় দ্বিতীয় একদিনের ম্যাচে দাপুটে জয় তুলে নিল ভারতীয় প্রমীলা ব্রিগেড। টসে জিতে ভারত অধিনায়ক মিতালি প্রথমে ব্যাটিং করতে পাঠান দক্ষিণ আফ্রিকাকে। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে তারা। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন শিখা একটা ও পুণম। 

আরও পড়ুন - বিরাট বিক্রমে প্রোটিয়াদের ওপর ৬০১ রানের পাহাড় চাপাল ভারত, তিন উইকেট হারিয়ে চাপে প্রোটিয়ারা

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার বড় রান করতে পারেননি। কিন্তু তিন নম্বরে নেমে পুণম ও চার নম্বরে মিতালি দলের জয়ের ভিত তৈরি করে দেন। পুণম রাউত করেন ৬৫ রান। মিতালি করেন ৬৬ রান। শেষ দিকে নেমে ২৭ বলে ৩৯ রান করে দলের জয়ে নিশ্চিত করেন হরমনপ্রীত। ১২ বল আগে থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। 

আরও পড়ুন - কোচের পদে ফিরলেন অনিল কুম্বলে, সঙ্গী ওয়ালস, জন্টি ও জর্জ বেইলি, ছাড়া হচ্ছে না অশ্বিনকে

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পুণম রাউত। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ পকেটে ভড়ে নিলেন ঝুলনরা। সিরিজের শেষ ম্যাচ ১৪ অক্টোবর। একদিনের সিরিজে খেলতে নামার আগে টি২০ সিরিজেও জয় তুলে নিয়েছিল ভারতীয় দল। 

আরও পড়ুন - বড় ধাক্কা ভারতীয় ফুটবলে, ৬ মাস মাঠের বাইরে সন্দেশ ঝিঙ্গন, করতে হবে অস্ত্র পচার

 

PREV
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?