IPL 2021- ইয়ন মর্গ্যান বনাম কেএল রাহুল দ্বৈরথ, কোন দল এগিয়ে এই লড়াইয়ে, জানুন ইতিহাস কী বলছে

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইয়ন মর্গ্যান (Eoin Morgan) বনাম কেএল রাহুল (KL Rahul) দ্বৈরথ। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পঞ্জাব কিংস (Punjab Kings)ম্যাচ ঘিরে চড়ছে পারদ। কেকেআরের (KKR) লক্ষ্য প্লে অফ। পঞ্জাবের (PBKS)s কাছে সম্মান রক্ষার ম্যাচ। জেনে আজকের ম্যাচের দুই দলের সম্ভাব্য একাদশ (Probable 11) ।
 

আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে অনেকটাই ঘুড়ে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের মাটিতে প্রথম রাউন্ডের শেষে যেখানে প্লে অফে যাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন নাইট সমর্থকরা। মরুদেশে সেখানে ৪টির মধ্যে ৩টি ম্যাচ জিতে শেষ চারের লড়াইয়ে টিকে রয়েছে ইয়ন মর্গ্যানের দল। আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে পারলে আরও একধাপ এগোবে কেকআর। অপরদিকে, কয়েক জেতা ম্যাচ হাতছাড়া করায় প্লে লড়াই প্রায় ছিটকে গিয়েছে কে এল রাহুলের পঞ্জাব কিংস। তবে আজ শেষ কয়েকটি ম্যাচ জিতে কোনও অঘটনের অপেক্ষায় পঞ্জাব। 

Latest Videos

তবে আইপিএলের ইতিহাসে কেকেআর বিরুদ্ধে সাক্ষাৎ খুব একটা সুখকর হয়নি পঞ্জাবের কাছে। ৬০ শতাংশের বেশি ম্যাচেই শেষ হাসি হেসেছে কলকাতার দল। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৮ বার সাক্ষাৎ হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের। যার মধ্যে বর্তমান অধিনায়ক ইয়ন মর্গ্যানের দল জিতেছে ১৯ বার আর কে এল রাহুলের দল জয়ের স্বাদ পেয়েছে মাত্র ৯ বার। ফলে আজকের ম্যাচে এই পরিসংখ্যানে আরও উন্নতি ঘটিয়ে শেষ চারের  পথ মসৃণ করাই লক্ষ্য পঞ্জাবের। অপরদিকে,ব্যবধান কমানোর পাশাপাশি এই ম্যাচ পঞ্জাবের কাছে সম্মান রক্ষার।

আরও পড়ুনঃIPL 2021, KKR vs PBKS- কেকেআরের টার্গেট প্লে অফের টিকিট, লড়াই দিতে প্রস্তুত পঞ্জাব

আরও পড়ুনঃIPL 2021, KKR vs PBKS ম্য়াচে জ্বলে উঠবে কারা, জিতবে কোন দল, জানুন জ্যোতিশাস্ত্র কী বলছে

আরও পড়ুনঃIPL 2021, KKR vs PBKS ম্য়াচে এগিয়ে কোন দল, জানুন দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান

প্রসঙ্গত বর্তমানে লিগ টেবিলে ১১ ম্যাচে ৫টি জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে, ১১ ম্য়াচে ৪টি জয় পেয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্জাব কিংস। আজকের ম্যাচে জয় পেতে মরিয়া দুই অধিনায়ক ইয়ন মর্গ্যান ও কেএল রাহুল। আর দুবাইতে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। তবে দুই দলের সাম্প্রতিক ফর্ম ও গলগত শক্তির বিচার করলে আজকের ম্যাচ কেকেআরকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh