IPL 2021, KKR vs PBKS ম্য়াচে এগিয়ে কোন দল, জানুন দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইয়ন মর্গ্যান (Eoin Morgan) বনাম কেএল রাহুল (KL Rahul) দ্বৈরথ। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পঞ্জাব কিংস (Punjab Kings)ম্যাচ ঘিরে চড়ছে পারদ। কেকেআরের (KKR) লক্ষ্য প্লে অফ। পঞ্জাবের (PBKS)s কাছে সম্মান রক্ষার ম্যাচ। জেনে আজকের ম্যাচের দুই দলের সম্ভাব্য একাদশ (Probable 11) ।
 

Asianet News Bangla | Published : Oct 1, 2021 8:26 AM IST / Updated: Oct 01 2021, 04:30 PM IST

একটি দল এখনও রয়েছে প্লে অফে ওঠার লড়াই। অপর একটি দলের কাছে খুব অঘটন না ঘটলে প্লে অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)ও পঞ্জাব কিংস (Punjab Kings)। বর্তমানে লিগ টেবিলে ১১ ম্যাচে ৫টি জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে, ১১ ম্য়াচে ৪টি জয় পেয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্জাব কিংস। আজকের ম্যাচ জিতে প্লে অফের দিকে আরও এক ধাপ এগোনোই লক্ষ্য নাইটদের। অপরদিকে, পঞ্জাবের কাছে ম্যাচ সম্মান রক্ষার।

আজকের ম্য়াচে কেকেআর দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। শুধু মাত্র আন্দ্রে রাসেল ফিট হলে খেলতে পারেন টিম সাউদির জায়গায়। গত ম্যাচে রাসেলের পরিবর্তে খেলেছিলেন কিউই তারকা। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে পারেন শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়র, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক)। কেকেআরের বোলিং লাইনআপে থাকতে পারেন আন্দ্রে রাসেল/টিম সাউদি, সুনীল নারিন, সন্দীপ ওয়ারিয়ড়, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন। 

অপরদিকে, পঞ্জাব কিংস দলে আজ একাধিক পরিবর্তন হতে পারে। কারণ আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস গেইল। মনদীপ সিংয়ের বদলে দলে ফিরতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। এছাড়া ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন কেএল রাহুল (অধিনায়ক ও উইকেট রক্ষক), মনদীপ সিং অথবা মায়াঙ্ক আগরওয়াল, আইদেন মার্করাম, নিকোলাস পুরাণ। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে পারেন দীপক হুডা ও ফ্যাবিয়ান অ্যালেন। এছাড়া কেএল রাহুলের দলে বোলিং লাইনআপে থাকতে পারেন হরপ্রীত ব্রার, ন্যাথান এলিস, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং।

আরও পড়ুনঃIPL 2021, KKR vs PBKS- কেকেআরের টার্গেট প্লে অফের টিকিট, লড়াই দিতে প্রস্তুত পঞ্জাব

আরও পড়ুনঃIPL 2021, KKR vs PBKS ম্য়াচে জ্বলে উঠবে কারা, জিতবে কোন দল, জানুন জ্যোতিশাস্ত্র কী বলছে

আরও পড়ুনঃIPL 2021- রঙিন বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, সুযোগ পেলেই হন সঙ্গমে লিপ্ত, চিনে নিন সিএসকে তারকার বউকে

প্রসঙ্গত, ভারতের মাটিতে প্রথম পর্বে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু মরুদেশে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতেই ছন্দে ফেরে ইয়ন মর্গ্যানের দল। ৪টির মধ্যে ৩টিতেই জয় পেয়েছে নাইটরা। অপরদিকে, কিছু জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় প্লে অফে ওঠার সুযোগ প্রায় হাতছাড়া পঞ্জাবের। তবে দুই দলের সাম্প্রতিক ফর্ম ও গলগত শক্তির বিচার করলে আজকের ম্যাচ কেকেআরকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।


Share this article
click me!