IPL 2021 - অল্পের জন্য বাঁচলেন কার্তিক, আরেকটু হলেই মাথা উড়িয়ে দিচ্ছিলেন ঋষভ পন্থ, দেখুন ভিডিও

আরেকটু হলেই ব্যাটের আঘাতে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) মাথা উড়িয়ে দিচ্ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দেখুন ঠিক কী ঘটল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ম্যাচে। 

আইপিএল ২০২১-এর ৪১তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর বিরুদ্ধে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে ইয়ন মর্গানের (Eoin Morgan) নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। লো স্কোরিং ম্যাচ হলেও, ব্যাটারদের পক্ষে কঠিন পিচে, মাঝে মাঝেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল। ডিসি ইনিংসের শেষ ওভারে যেমন টিম সাউদি এবং নাইট অধিনায়ক ইয়ন মর্গানের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। তেমনই ম্যাচের মাঝামাঝি আরেকটু হলে ব্যাটের আঘাতে মেরে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) মাথা উড়িয়ে দিচ্ছিলেন দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। 

ঘটনাটি ঘটল দিল্লি ক্যাপিটালস ইনিংসের ১৭তম ওভারে। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী নিজের শেষ ওভার বোলিং করতে এসেছিলেন। তাঁর ওভারের প্রথম বলটিই ঋষভ পন্থ গ্যালারিতে পাঠাতে গিয়েছিলেন। কিন্তু, ঠিকমতো ব্যাটে-বলে হয়নি। বলটি বিপজ্জনকভাবে স্টাম্পের সামনে বাউন্স করে, ঘুরে উইকেটে লাগার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কাজেই পন্থ তাঁর হাতের ব্যাট তরবারির মতো উল্টোদিকে চালিয়ে বলটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।  

"

ঋষভ একটু ক্রিজের আগে চান্স নিয়েছিলেন। কাজেই পন্থ বলটি সরানোর জন্য ব্যাট উল্টো দিকে চালানোর মধ্যে, কলকাতা নাইট রাইডার্স উইকেটরক্ষক দীনেশ কার্তিক এগিয়ে এসেছিলেন বলটি সংগ্রহ করে উইকেটে লাগানোর জন্য। স্টাম্প আউট করার সুযোগ ছিল। প্রাক্তন কেকেআর অধিনায়ক একটুর জন্য বেঁচে যান। পন্থের সজোরে চালানো ব্যাটটি আসছে দেখে দুর্দান্ত ক্ষিপ্রতায় কার্তিক একধাপ পিছিয়ে যান। শরীরে ভারসাম্য ধরে রাখতে না পেরে তিনি মাঠে পড়ে যান। 

দেখে নিন সেই ঘটনার ভিডিও -

তবে এই ঘটনা নিয়ে ভারতের সিনিয়র ও জুনিয়র দুই উইকেটরক্ষকের মধ্যে কোনও মনোমালিন্য তৈরি হয়নি। ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক - দুজনেই ক্রিকেট মাঠের দুই অত্যন্ত ঠান্ডা মাথার ব্যক্তিত্ব হিসাবে পরিচিত। ঘটনার পর কার্তিক ও পন্থ দুজনকেই হাত মেলাতে দেখা যায়। দুজনেই নিজেদের মধ্যে ঘটনাটি নিয়ে হাসাহাসিও করেন। তবে, কার্তিক সঠিক সময়ে নিজের মাথাটি সরাতে না পারলে, হেলমেট থাকা সত্ত্বেও বড় বিপদ হতে পারত। 

আরও পড়ুন - IPL 2021 - নিলামে অবিক্রিত থেকে আজ সর্বোচ্চ উইকেট শিকারী, হর্ষল প্যাটেলের চমকে দেওয়া কাহিনি

আরও পড়ুন - IPL 2021 - পারলে সারাদিনই কাটে সুইমিংপুলে, এই হট 'দেশি গার্ল'-এর সঙ্গেই ঘর বাঁধছেন ম্যাক্সওয়েল

আরও পড়ুন - Daughters' Day 2021 - কার সঙ্গে প্রেম করছেন সানা, ১৯ বছরে কতটা বদলে গেলেন সৌরভ-কন্যা, দেখুন

ম্যাচে, দিল্লির হয়ে অধিনায়ক পন্থ চার নম্বরে নেমে ৩৬ বলে ৩৯ রান করেন। একেবারে ইনিংসের শেষ ওভারে রানআউট হন  পন্থ। অন্যদিকে ১৪ বলে ১২ রান করেন। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছিল। জবাবে কেকেআর ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জিতে যায়। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ হন কেকেআর অলরাউন্ডার সুনিল নারাইন।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মেয়রের গ্রেফতারের দাবীতে পথে শুভেন্দু
আবাস যোজনার তালিকায় বাদ পড়লো প্রাপকদের নাম! আঙুল উঠলো দুই সরকারি কর্মচারীর দিকে, চাঞ্চল্য Bangaon-এ
RG Kar কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, সাজা ঘোষণা সোমবার | RG Kar case update today | Sanjay Roy
‘অপদার্থ মুখ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য ও পুলিশকে জলাঞ্জলি দিয়েছেন’ মমতাকে চরম তুলোধোনা শুভেন্দুর
কেমন আছেন Saif Ali Khan? দেখতে গেলেন Kareena Kapoor Khan! দেখুন #shorts #shortsfeed #shortsvideo