কাজে এল না ধোনির অর্ধশতরান, ক্লিনিকাল কেকেআর-এর সামনে পরাস্ত জাদেজা বাহিনী

জয় দিয়ে আইপিএল ২০২২ (IPL 2022) মরসুম শুরু করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) পরাজিত ৬ উইকেটে।
 

জয় দিয়ে আইপিএল ২০২২ (IPL 2022) মরসুম শুরু করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পিচকে কাজে লাগিয়ে নিখুঁত বোলিং, তারপর ব্রাভোর (Dwaine Bravo) ক্য়ালিপসো সত্ত্বেও সম্মিলিত প্রচেষ্টায় সহজেই চেন্নাই সুপার কিংস-কে (Chennai Super Kings) ৬ উইকেটে পরাজিত করল কেকেআর। ১৮.৩ ওভারেই সিএসকে-র দেওয়া ১৩২ রানের সহজ লক্ষ্যমাত্রা পার করল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। ঠান্ডা মাথায় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন দলের তরুণ অধিনায়ক। তবে, এদিন কেকেআর ইনিংসের ভিত গড়ে গিয়েছিলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ৩৪ বলে ৪৪ রান করে আউট হয়ে গেলেও, তাঁর ইনিংসই নিশ্চিত করে দিয়েছিল, ৩ বছর পর আইপিএল-এ ধোনির করা অর্ধশতরান কাজে আসবে না।

কেকেআর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স, ঢেকে গিয়েছিল এমএস ধোনির অর্ধশতরানে। পুরোনো দিনের ধোনির মতোই শ্লথ গতিতে শুরু করে, শেষ মুহূর্তে এদিন তীব্র মারলেন ধোনি। ৭টি চার ও ১টি ছয় মেরে ৩৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। এরপরই, সোশ্য়াল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছিল, 'থালা ইজ ব্যাক', 'ধোনি মার রাহা হ্যায়'। তবে তারপরও সিএসকের ঝুলিতে রান ছিল মাত্র ১৩২।

Latest Videos

প্রথম থেকেই জবাবটা দিতে শুরু করেছিলেন আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার (১৬)। তুষাড় দেশপাণ্ডে বা অ্যাডাম মিলনে - কাউকেই রেয়াত করেননি দুই নাইট ওপেনার। বিশেষ করে আজিঙ্কা রাহানেকে বহুদিন বাদে, তাঁর প্রতিভার প্রতি সুবিচার করতে দেখা গেল। দেশপাণ্ডেকে পুল করে মারা ছয়টি চোখকে আরাম দেয়। পাওয়ার প্লে-তে উইকেট হারায়নি কেকেআর। উঠেছিল ৪৩ রান। 

তবে, এর পরই শুরু হয়েছিল ব্রাভোর ক্যালিপসো। তিন ওভারের ব্যবধানে, পরপর ভেঙ্কটেশ আইয়ার এবং নীতীশ রানাকে (২১) ফিরিয়ে দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। দুই ওভার পর আজিঙ্কা রাহানেকেও সরিয়ে দেন মিচেল স্যান্টনার। তবে, শ্রেয়স আইয়ার (২০*) এবং স্যাম বিলিংস (২৫)-এর জুটি প্রায় দলকে জয়ের গোড়ায় পৌঁছে দেন। ব্রাভোর বলে দেশপাণ্ডেকে ক্যাচ দিয়ে বিলিংস যখন ডাগআউটে ফিরছেন, তখন আর ৯ রান বাকি। শেলডন জ্যাকসন (৩*) এবং শ্রেয়স কাজটা শেষ করে আসেন। 

এর আগে, এমএস ধোনির অর্ধশতরানই চেন্নাই সুপার কিংসকে ১৩১ রান তুলতে সাহায্য করেছিল। তাঁর ইনিংস বাদ দিলে, সিএসকে দলে বলার মতো রান নেই কারোর। প্রথম ওভারেই ঋতুরাজ গায়কোয়াডকে (০) ফিরিয়ে দিয়েছিলেন উমেশ যাদব। দুই ওভার পর কনওয়েকেও (৩) ফিরিয়ে দেন তিনি। শুরুর সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সিএসকে। মাঝের ওভারে কেকেআর স্পিনাররা সিএসকে ব্যাটারদের কাজ আরও কঠিন করে দিয়েছিলেন। ১১ ওভারে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৬১ রান।  শেষে ধোনি এবং রবীন্দ্র জাদেজা (২৬) স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যান। 

কেকেআরের পক্ষে উমেশ যাদব ২ টি এবং বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ১ টি করে উইকেট নেন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী