শ্রেয়স আইয়রের জন্য অলআউট ঝাঁপিয়ে দলে নিল কেকেআর, ফের নাইট জার্সিতে কামিন্সও

আইপিএল ২০২২ মেগা নিলামের (IPL 2022 Mega Auction) শুরুতেই চমক দিল কেকেআর (KKR)। শ্রেয়স আইয়রকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে দলে নিল কিং খানের দল। এছাড়া প্য়াট কামিন্সকে (Pat Cummins)দলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।
 

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২২-এর মেগা নিলাম। কলকাতা তথা বাংলার ক্রিকেট প্রেমিদের নজর ছিল নিলামে কোন প্লেয়ারদের জন্য দর হাকায় তাদের প্রিয় দল। নিলামের আগে চার জন ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর। ১২ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে রেখে দিয়েছিল আন্দ্রে রাসেলকে। বরুণ চক্রবর্তীকে 8 কোটি টাকায় ধরে রাখে কেকেআর। এছাডডা ভেঙ্কটেশ আইয়ারকেও 8 কোটি টাকাতে দলে রাখা হয়েছে। ৬ কোটি টাকাতে চুক্তিবদ্ধ রয়েছেন সুনীল নারিন। তবে কেকেআরের অধিনায়ক কে হবে তা নিয়ে চলছিল জল্পনা। কারণ গতবার পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ইয়ন মর্গ্য়ান। তাকে এবার রিলিজ করেছে নাইটরা। ফলে নতুন অধিনায়ক হিসেবে নিলামে ঝাপাতে চলেছে কেকেআর তা এক প্রকার নিশ্চিৎ ছিল।

আইপিএল ২০২২ মেগা নিলাম শুরুর আগেই জানা গিয়েছিল ভারতীয় দলের তরুণ তারকা শ্রেয়স আইয়রের জন্য অলআউট যেতে পারে কলকাতা নাইট রাইডার্স। নিলামে শ্রেয়সের নাম উঠতেই তা দেখাও যায়। বেস প্রাইজ ২ কোটি টাকায় শুরু হয় শ্রেয়স আইয়রের জন্য নিলাম। প্রথমে লখনউ যোগ দেয় লড়াইয়ে। কেকেআর পরে আগ্রাহ দেখায়। তাদের লড়াই চলে দিল্লির সঙ্গে। দিল্লি শ্রেয়সকে ফেরাতে মরিয়া ছিল। গুরজাট টাইটানস ১০ কোটি টাকা দর হাঁকায়।  কিন্তু শ্রেয়সকে পেতে কতটা মরিয়া ছিল কলকাতা নাইট রাইডার্স তা শেষ পর্যন্ত দেখা যায়। শেষ মেশ দীর্ঘ লড়াইয়ের পর  ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেয়সকে দলে নেয় কিং খানের কেকেআর। কেকেআরের পরবর্তী অধিনায়ক হিসেবেও শ্রেয়সের নাম যে নিশ্চিৎ কা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Latest Videos

 

 

শুধু শ্রেয়স আইয়র নয় প্য়াট কামিন্সের জন্যও ঝাঁপা কলকাতা নাইট রাইডার্স। গতবার পর্যন্ত কেকেআরে খেললেও, তাকে রিটেন করেনি নাইটরা। তবে নিলামে তার জন্য দর হাকায় কলকাতা। ২ কোটি টাকার বেস প্রাইসে প্যাট কামিন্সের জন্য কেকেআর লড়াই শুরু করে। লড়াইয়ে যোগ দেয় গুজরাট টাইটানস। পরে লখনউ সুপার জায়ান্টস দর হাঁকে অজি পেসারের জন্য। কেকেআর শেষেমশ ৭ কোটি ২৫ টাকায় কামিন্সকে দলে ফেরায়। গতবারের তুলনায় অর্ধেক টাকায় কামিন্সকে পেয়ে যায় কলকাতা।

 

আরও পড়ুনঃমাদক বিতর্ককে তুড়ি, আইপিএল-এর মেগা নিলামে অংশ নিচ্ছেন আরিয়ান ও সুহানা খান

আরও পড়ুনঃআইপিএল নিলামের ইতিহাসে প্রতিবছর সব থেকে দামি ক্রিকেটার কারা হয়েছেন, দেখে নিন তালিকা

আরও পড়ুনঃশনি-রবি আইপিএলের মেগা নিলাম, তার আগেই ১০ দলের শক্তি বাড়িয়েছে এই তারকারা

প্রসঙ্গত, শনি ও রবিবার আইপিএলের মেগা ভাগ্য নির্ধারিত হবে ৫৯০ জন ক্রিকেটারের  (590 Cricketers)। আইপিএলের ইতিহাসে সবথেকে বড় নিলাম পর্ব। ১০ দলের আইপিএল নিলামকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে।  কেকেআর আর কোন কোন ক্রিকেটারকে দলে নেয় এবার সেটাই দেখার।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?