চোট সারাতে এবার ইংল্যান্ড পারি দিচ্ছেন বুমরা

  • টেস্ট দলে নেই ভারতীয় পেসার জসপ্রীত বুমরা
  • চোট সারাতে ইংল্যান্ডে তিন ডাক্তারের সঙ্গে পারমর্শ বুমরার
  • আগামী দুমাস থাকতে হতে পারে বিশ্রামে
  • বুমরার চোট নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় ক্রিকেট মহল

debojyoti AN | Published : Oct 1, 2019 9:50 AM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবার ঘরের মাঠে টেস্ট ম্যাচের লড়াইয়ে নামছে ভারতীয় দল। দলে ভরসা যোগ্য ব্যাটসম্যান সহ বোলাররা থাকলেও, ভারতীয় সমর্থকরা এই সিরিজে মিস করবেন ভারতের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাকে। চোটের কারণে এই টেস্ট সিরিজে খেলতে পারবেনা না বুমরা। তার পাশাপাশি দল সূত্রে খবর আগামী দুমাস ক্রিকেটের বাইরে থাকতে হবে এই ভারতীয় পেসারকে। আর নিজের পিঠের চোট সারাতে এবার ইংল্যান্ড পারি দেবেন বুমরা। নিজের চোট সারাতে ইংল্যান্ডে তিনজন ডাক্তারের পারমর্শ নেবেন বুমরা।

আরও পড়ুন, প্রায় ২ বছর পর প্রথম দলে ফিরলেন ঋদ্ধিমান, দলে অশ্বিনও

Latest Videos

বুমরার চোটের কারণে দক্ষিণ আফ্রিকা টেস্টের পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধেও দলে থাকতে পারবেন না ভারতীয় পেসার। চোটের কারণে প্রায় দুমাস দলের বাইরে থাকতে হবে বুমরাকে। দল যখন ঘরের মাঠে টেস্ট খেলবে তখন বুমরা সুশ্রুষা হবে ইংল্যান্ডে। বোর্ডের তরফ থেকে বুমরাকে নিয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'বুমরাকে নিজের পিঠের চোট সারাতে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। এনসিএর প্রধান ফিজিও আশিস কৌশিক ইংল্যান্ডে যাচ্ছেন বুমরার সঙ্গে। সেখানে তিনটি ডাক্তারকে দেখানো হবে। সবার পরামর্শ নিয়েই চোটের সুশ্রুষা করা হবে বুমরার।'

আরও পড়ুন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ব্যঙ্গ, ভিডিও শেয়ার করে বিস্ফোরক টুইট গম্ভীরের

টেস্টে ভারতীয় দলে বুমরার জায়গায় এসেছেন উমেশ যাদব। আর বুমরার জায়গায় এখন কেমন পারফর্ম করেন তিনি সেটাই এখন দেখার। অক্টোবরের ৬ তারিখে ইংল্যান্ডে নিজের চোট সারাতে উড়ে যাচ্ছেন বুমরা। তবে অনেকেই বুমরার এই চোট নিয়ে রয়েছে দুশ্চিন্তা। এই চোট নিয়ে প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা বলেন, 'এই চোটটা খুব একটা সুবিধের নয়। এই চোটের তেমন কোনও চিকিৎসা নেই। তবে বিশ্রাম দরকার বুমরার। আশা করি সব ভালো হবে।'

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি