কোচের পদে ফিরলেন অনিল কুম্বলে, সঙ্গী ওয়ালস, জন্টি ও জর্জ বেইলি, ছাড়া হচ্ছে না অশ্বিনকে

  • আবার কোচিংয়ে ফিরলেন অনিল কুম্বলে
  • কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ নিযুক্ত হলেন কুম্বলে
  • কুম্বলের সঙ্গী জন্টি রোডস, জর্জ বেইলি ও কটনি ওয়ালশ
  • দল থেকে ছাড়া হচ্ছে না অশ্বিনকে, জানালেন ফ্রাঞ্চাইজি কর্তারা

Prantik Deb | Published : Oct 11, 2019 9:14 AM IST

প্রায় ২ বছর পর আবার কোচিং জীবনে ফিরছেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। বিরাট কোহলিদের সঙ্গে বিচ্ছেদের পর আর কোচিংয়ে ফেরেননি কুম্বলে। তবে এবার আবার কোচিংর ময়দানে প্রাক্তন ভারতীয় কোচ। আগামী আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচের পদে বসছেন অনিল কুম্বলে। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ফ্রাঞ্চাইজি কর্তারা। একই সঙ্গে জানানো হচ্ছে আর অশ্বিনকে দল থেকে ছেড়ে দেওয়ারও কোনও প্রশ্ন নেই । তামিলনাড়ুর স্পিনার কিংস ইলেভেনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই থাকছেন। 

আরও পড়ুন - ভারতের বিরুদ্ধে খেলতে ‘সেকেন্ড হোমে’ পৌছে গেল মামুনুলের বাংলাদেশ

Latest Videos

কিংস ইলেভেনের এই সিদ্ধান্তের পর বলাই যায়, আগামী আইপিলে গুরু শিষ্য জুটিকে দেখা যাবে পাঞ্জাবের ড্রেসিংরুমে। কারণ আর অশ্বিন কুম্বলের গুনমুগ্ধ। প্রাক্তন ভারত অধিনায়কের প্রতি অগাধ শ্রদ্ধা রয়েছে অশ্বিনের। শেষ দুবছর অধিনায়ক হিসেবে তেমন সফল হতে পারেননি তিনি। এবার কি গুরু কুম্বলের হাত ধরে সাফল্য পাবেন আশ্বিন? কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম কর্তা নেস ওয়াদিয়া জানিয়েছেন, ‘কোচ হিসেবে তাঁদের প্রথম পছন্দ ছিলেন কুম্বলে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা ভারতীয় দলের হয়ে কুম্বলের কোচিং দক্ষতা আমরা সবাই দেখেছি। আশা করি কুম্বলের হাত ধরে সাফল্য পাবে কিংস ইলেভেন পাঞ্জাব।’

আরও পড়ুন - প্রতিপক্ষকে ১৪ গোল দিয়ে, মহিলাদের মাঠে স্বাগতে জানাল ইরান ফুটবল দল, ম্যাচে রেফারির দায়িত্বে বাংলার প্রঞ্জল

তবে শুধু হেড কোচ বদল নয়, কিংস ইলেভেন পাঞ্জাবের গোটা কোচিং টিমটাই নতুন করে গড়লেন ফ্রাঞ্চাইজি কর্তারা। হেড কোচ হিসেবে কুম্বলে নেওয়ার পাশাপাশি ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে দলের প্রাক্তন অধিনায়ক অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকে। মুম্বাই ইন্ডিয়ান্সের চাকরি ছাড়ার পর আবার আইপিএলের মঞ্চে ফিরছেন জন্টি রোডস। তিনিই এবার পাঞ্জাবের ফিল্ডিং কোচ। বোলিং কোচ ও নতুন প্রতিভা খুঁজে নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে ক্যারেবিয়ান ক্রিকেটের লেজেন্ড কটনি ওয়ালশকে। প্রাক্তন ভারতীয় স্পিনার সুনীল যোশীকে সহকারি কোচের দায়িত্ব দিল কিংস কতৃপক্ষ।   
আরও পড়ুন - একটি শতরান ও একাধিক ‘বিরাট’ রেকর্ড

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি