T20 WC 2021, BAN vs SA- 'ডু অর ডাই' ম্য়াচে এগিয়ে কোন দল, জিততে পারে কারা,জানুন ম্যাচ প্রেডিকশন

আজ টি২০ বিশ্বকাপ ২০২১- (ICC  T20 World Cup)এর ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা  (Bangladesh vs  South Africa)।  দুই দলের কাছে আজকের ম্যাচে জয় আবশ্যিক। তাই জিততে মরিয়া টেম্বা বাভুমা (Temba Bavuma) ও মহম্মদদুল্লাহের (Mahmudullah) দল। 

Asianet News Bangla | Published : Nov 2, 2021 6:42 AM IST / Updated: Nov 02 2021, 12:20 PM IST

টি২০ বিশ্বকাপ ২০২১- (ICC  T20 World Cup)এর গ্রপু ১-এর অত্যন্ত গুরুত্বপূ্র্ণ ম্য়াচে আজে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ (Bangladesh vs  South Africa)। ইতিমধ্যেই এই গ্রুপ থেকে ৪টির মধ্যে ৪টি ম্যাচ জিতে সেমি ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ইংল্যান্ড (England)। ফলে লড়াই এখনও স্থানের জন্য। সেই লড়াইতে ইতিমধ্যেই ৩ ম্যাচে ২টিতে জিতে লিগ টেবিলর দ্বিতীয় স্থানে রয়েছে টেম্বা বাভুমার (Temba Bavuma) দল। অস্ট্রেলিয়া রান রেটের বিচারে তৃতীয় স্থানে থাকলেও,পয়েন্ট এক। ফলে সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে হলে আজজকের ম্য়াচ জিততেই হবে প্রোটিয়াদের। অপরদিকে বাংলাদেশ তিনটির মধ্যে তিনটি ম্যাচ হেরে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে। অসম্ভব হলেও, খাতায় কলমে  অনেক জটিল সমীকরণের মাধ্যমে এখনও সেমিতে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে মহম্মদুল্লাহের  (Mahmudullah)দলের। নিজেদের শেষ দুটি ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ।

তৃতীয় জয়ের লক্ষ্যে প্রোটিয়া ব্রিগেড-
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বিতর্ককে দূরে সরিয়ে কুইন্টন  ডি ককের দলে ফেরা বাড়তি শক্তি জুগিয়েছে প্রোটিয়া ব্যাটিং লাইনআপকে।  তারসঙ্গে অধিনায়ক টেম্বা বাভুমা, ভ্যান ডার ডুসেন, আউডেন মার্করাম ও ডেভিড মিলারদের রানের মধ্যে স্বস্তিতে রেখেছে টিম ম্যবেজমেন্টকে। অপরদিকে বল হাতেও দুরন্তে ছন্দে রয়েছে কাগিসো রাবাডা, আনরিখ নকিয়া, ডাউন প্রিটোরিয়াস  ও তাবরেইজ সামশীরা। ফলে ব্যাটে-বলে দলের সার্বিক ফর্মেরউপরই ভরসা করে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ-
কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, ডেভিড মিলার,  ডিওয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, আনরিখ নকিয়া, তাবরেইজ সামশী।

প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশ-
টি২০ বিশ্বকাপ শুরুর আগে দুরন্ত ছন্দে ছিল বাংলাদেশ দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর সমর্থকরা আশা করেছিল টি২০ বিশ্বকাপে ভালো ফল করবে বাংলা টাইগার্সরা। কিন্তু প্রথমে গ্রুপ স্টেজে স্কটল্যান্ডের বিরুদ্ধে হার। তারপর কোনওমতে পরের দুটি ম্যাচ জিতে সুপার ১২-এর টিকিট পাকা করেছিল মহম্মদুল্লাহর দল।  কিন্তু সুপার ১২ পরপর তিনটি ম্যাচ শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে টি২০ বিশ্বকাপের যাত্রা কার্যত শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের।  ব্য়াটিং-বোলিং বিভাগের ধারাবাহিকতার অভাবই বাংলাদেশের এই অবস্থার প্রধান কারণ। তারউপর চোটের কারণে শাকিব আল হাসানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বড় ধাক্কা। তার জায়গায় দলে ঢুকতেপারেন শামিমহোসেন। তবে শেষ দুটি ম্যাচ জিতে নিজেদের যোগ্যা প্রমাণ করতে মরিয়া শাকিব, লিটন, মুস্তাফিজররা।

বাংলাদেশের সম্ভাব্যএকাদশ-
মহম্মদ নইম, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মহম্মদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃসচিন-সৌরভ-দ্রাবিড়-ধোনি থেকে যুবারজ-রোহিত, ভারতীয় ক্রিকেটারদের কিছু রেকর্ড যা ভাঙা খুব কঠিন

আরও পড়ুনঃT20 WC2021- এখনও সেমি ফাইনালে উঠতে পারে Team India, জানুন কীভাবে তা সম্ভব

আরও পড়ুনঃT20 WC 2021- বিশ্বকাপে ভারতের খারাপ পারফরমেন্স, বিরাট কোহলির ১০ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি

ম্যাচ প্রেডিকশন-
এবার টি২০ বিশ্বকাপে বাংলাদেশকা ডার্ক হর্স ধরা হলেও,তারা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অপরদিকে, প্রথম ম্যাচের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দুই দলের শক্তি  ও ফর্মের নিরিখেও এগিয়ে প্রোটিয়ারা। তাই আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেই ফেভারিট  বাছছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 


Read more Articles on
Share this article
click me!