'ধোনিকে দেখে মনে পড়ে স্বামীর কথা', হঠাৎ কেন এমন বললেন সানিয়া মির্জা

  • ১৫ অগাস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি
  • এখনও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এমএসডি
  • এবার ধোনির ভয়সী প্রশংসা করলেন সানিয়া মির্জা
  • ধোনিকে দেখে শোয়েবের কথা মনে পড়ে বললেন তিনি
     

Sudip Paul | Published : Aug 23, 2020 11:02 AM IST

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তবে সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট বিশ্ব এখনও ধোনিময়। শুধু ক্রিকেট বিশ্বই নয়, ধোনি মত ক্রীড়া ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ অন্যান্য ক্ষেত্রের ক্রীড়া তারকারাও। ধোনির অবসরের পর তাকে আগামি জীবনে শুভেচ্ছাও জানাচ্ছে দেশ-বিদেষের বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার সেই তালিকায় নাম লিখিয়ে ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। শুধু প্রশংসাই নয়, ধোনিকে দেখে তার নিজের স্বামী শোয়েব মালিকের কথা মনে পড়ে বলেও জানিয়েছেন সানিয়া। টেনিস সুন্দরীর এই মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃমহারাষ্ট্রে ধোনি ও রোহিত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, পরিস্থিতি সামাল দিতে ময়দানে

সম্প্রতি একটি ওয়েব সাইটে সাক্ষাৎকার দেন সানিয়া মির্জা। সেখানেই আলোচন প্রসঙ্গে ধোনির বিষয়ও আসে। আর ধোনির প্রশংসা করতে গিয়ে তিনি জানান ধোনিকে দেখে তার নিজের স্বামী শোয়েব মালিকের কথা মনে পড়ে। সানিয়া বলেন,'এমএস ধোনির সঙ্গে শোয়েব মালিকের অনেক দিক থেকেই মিল রয়েছে। ওরা দুজনেই মাঠে খুব শান্ত থাকতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই নয়, ধোনি ও শোয়েব দুজনের ব্যক্তিত্বের মধ্যেও অনেক মিল রয়েছে। ধোনির মতো শোয়েবও দেশের জন্য সব করতে পারে। আসলে দেশের প্রতি ওদের দুজনের শ্রদ্ধা ও আনুগত্য ওদের আর পাঁচজনের থেকে আলাদা করে রেখেছে। মাঠে ধোনিকে দেখলে আমার শোয়েবের কথা মনে পড়ে।'

আরও পড়ুনঃঅবসরপ্রাপ্ত ভারতীয় একাদশ বনাম বিরাট কোহলির দল, অভিনব প্রস্তাব ইরফান পাঠানের

আরও পড়ুনঃভারতীয় ক্রিকেট ড্রেসিংরুমে দাউদ, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন কপিল

ধোনির অবসর গ্রহণের পরের দিন অর্থাৎ ১৬ অগাস্টও ধোনিকে ট্যুইট করে তার বর্ণময় কেরিয়ার ও আগামি জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন সানিয়া মির্জা। সাক্ষাৎকারে ধোনির প্রশংসা করতে গিয়ে সানিয়া বলেন,'আমার মনে হয়, ধোনি যদি চাইত অন্যভাবে অবসর নিতেই পারত। আমার মনে হয়, আমাদেরই ধোনিকে একটি ভাল বিদায়ী ম্যাচ উপহার দেওয়া উচিত। তবে মাহি নিজের ক্রিকেট কেরিয়ারে সেই উচ্চতায় পৌঁছেছে, যেখান থেকে সে যখন ইচ্ছে বলতেই পারে, আমি এবার অবসর নেব। আর এটাই কিন্তু তাঁকে ‘‌ক্যাপ্টেন কুল’ বানিয়েছে।‌ আসলে বরাবরই প্রচারবিমুখ থেকেছে ধোনি। দেশ ও দলের কথাই সবার আগে ভাবে মাহি।'

 

Share this article
click me!