আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা কেকেআর শিবিরে, প্রথম ৫ ম্য়াচে পাওয়া যাবে না ২ বিদেশী তারকাকে

Published : Mar 23, 2022, 06:42 PM ISTUpdated : Mar 23, 2022, 08:36 PM IST
আইপিএল শুরুর আগেই জোর ধাক্কা কেকেআর শিবিরে, প্রথম ৫ ম্য়াচে পাওয়া যাবে না ২ বিদেশী তারকাকে

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হতে বাকি কয়েকটা দিন। ইতিমধ্যেই অনুশীলন (Practice) শুরু করে দিয়েছে সবকটি দল। নতুন অধিনায়ক (Captain) শ্রেয়স আইয়রের (Shreyas Iyer) অধীনে নামবে কেকেআরের (KKR)। কিন্তু মরসুম শুরুর আগেই জোর ধাক্কা কেকেআর শবিরে।  

আইপিএল ২০২২ (IPL 2022) -এৎ উদ্বোধনী ম্য়াচেই মঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। একটু দেরিতে হলেও দলের অনুশীলনের যোগ দিয়েছেন কেকেআর (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়র (Shreyas Iyer)। প্রথম ম্য়াচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে গোটা দল। কিন্তু যে আশঙ্কাটা বেশ কয়েক দিন ধরে করা হচ্ছিল অবশেষে সেটাই সত্যি হল। প্রথম পাঁচটি ম্য়াচে পাওয়া যাবে কেকেআরের দুই প্রধান বিদশি প্লেয়ার প্য়াট কামিন্স (Pat Cummins)ও অ্যারন ফিঞ্চকে (Aaron Finch)। পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থাকায় তারা সেখা জাতীয় দলে রয়েছেন। সূচি অনুযায়ী আগামী ৫ এপ্রিল শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। তারপরই নাইট শিবিরে যোগ দেবেন ফিঞ্চ এবং কামিন্স।  তারপর রয়েছে ৩ দিনের বাধ্যতামূলক নিভৃতবাসের নিয়ম। ফলে হিসেবে যা বলছে প্রথম পাঁচটি ম্য়াচ দুই অজি তারকাকে পাবে না কেকেআর।

মরসুমের শুরুতেই দলের দুই প্রধান তারকা না থাকা কেকেআরের কাছে বড় ধাক্কা। বিশেষ করে কামিন্সের বদলি পাওয়া নাইট শিবিরে খুব কঠিন। কারণ তিনিই একমাত্র তারকা বিদেশী পেসার। তার জায়গায় নিউজিল্যান্ডের টিম সাউদি বা শ্রীলঙ্কার চামিকা করুণারত্নেকে খেলানো যেতে পারে, কিন্তু তবে তা প্য়াট কামিন্সের সমতুল্য নয়। তবে অ্য়ারন ফিঞ্চের একাধিক বদলি রয়েছে কেকেআর টিম ম্য়ানেজমেন্টের কাছে।  সেই জায়গায় ইংল্যান্ডের স্যাম বিলিংস বা অজিঙ্কে রাহানেকে দিয়ে ওপেন করানো হতে পারে। এই খব আসার পরই দলের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক শ্রেয়স আইয়র। তবে এর কোনও চাপ দলের অন্দরে পড়তে দিতে চাননা কেকেআর অধিনায়ক।

আরও পড়ুনঃআইপিএল ২০২২-এ ধোনির 'ইয়োলো আর্মির' নতুন জার্সি, প্রকাশ করল চেন্নাই সুপার কিংস

আরও পড়ুনঃফের আরসিবির অধিনায়ক হতে পারেন বিরাট কোহলি, সতীর্থের মন্তব্য়ে জোর জল্পনা

আরও পড়ুনঃদিল্লি ক্য়াপিটালসের নেটে অদ্ভূত শট মারলেন যশ ধুল, মুহূর্তে ভাইরাল ভিডিও

এই বিষয়ে বলতে গিয়ে কেকেআরের মখ্য উপদেষ্টা ডেভিড হাসি বলেছেন,'সব দলই চায় নিজেদের সেরা ক্রিকেটারদের দলে রাখতে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কথাও মাথায় রাখতে হবে। প্রত্যেক ক্রিকেটারকেই দেশের হয়ে দায়বদ্ধতার কথা মাথায় রেখে খেলতে হয়। তাই আমার মতে, কামিন্স এবং ফিঞ্চ প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবে না। আশা করি ওরা ফিট হয়েই আসবে। শুরু থেকেই ড্রেসিংরুমের সঙ্গে মানিয়ে নিতে পারবে ওরা।' ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স  এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে হবে শ্রেয়স আইয়ারদের। এই পাঁচটি ম্যাচেই দলের এক নম্বর পেসার এবং ওপেনারকে পাবে না কেকেআর। তবে লড়াই করতে তার দল যে প্রস্তুত তা জানিয়েছেন শ্রেয়স আইয়র।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর
Yashasvi Jaiswal: বিরাট কোহলি নন! যশস্বী জয়সওয়ালের মতে, এই ভারতীয় তারকাই সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার?