সংক্ষিপ্ত
আইপিএলে ২০২২ (IPL 2022) শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে। ২৭ তারিখ পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে আরসিবি (RCB)। তার আগে দলের সঙ্গে যোগ দিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এবার বিরাট কোহলির আইপিএল ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
অন্যান্য ক্রিকেটারদের মতই আইপিএল ২০২২ (IPL 2022) -এ র জন্য মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সম্পূর্ণ চাপমুক্তভাবে এবার আইপিএল (IPL) উপভোগ করবেন বলে জানিয়েছেন প্রাক্তন আরসিবি (RCB) অধিনায়ক। গত মরুসুমের শেষেই রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন বিরাট। এই মরসুমে ফাফ ডুপ্লেসিকে নিলামে দলে নিয়ে অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ডুপ্লেসির অধিনায়কত্বে ক্রিকেট বেশ উপভোগ করবেন বলেই জানিয়েছেন বিরাট কোহলি। একইসঙ্গে ব্যাট হাতে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি সেই কথাও জানিয়ে বিরাট। কিন্তু এরইমধ্যে ফের জল্পনা শুরু হয়েছে পরের মরসুমে কী ফের অধিনায়কত্বের দায়িত্বে ফিরতে চলেছেন বিরাট কোহলি। আর সেই জল্পনা উস্কে দিয়েছেন বিরাটের দীর্ঘ দিনের সতীর্থ।
ভারতীয় তারকা স্পিনার অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) নিজের ইউট্যিউব চ্যানেলে বলেছিলেন সাময়িক বিরতি দিয়ে ফের বিরাটকেই আরসিবির দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া ফাফ ডুপ্লেসিকে অধিনায়ক করা যে সঠিক সিদ্ধান্ত সেই কথাও বলেছেন। অশ্বিন বলেন,‘ফ্যাফ নিজের আইপিএল কেরিয়ারের শেষের দিকে চলে এসেছেন। হয়তো আর বড়জোর দুই-তিন মরশুম খেলবেন। তা সত্ত্বেও ওরা (আরসিবি) ওকে অধিনায়ক নিযুক্ত করেছে, যেটা আমার মতে ভাল সিদ্ধান্ত। ও ভীষণই অভিজ্ঞ এবং ফ্যাফ তো নিজেই বলেছে যে ওর অধিনায়কত্বে এমএস ধোনির ছাপ লক্ষ্য করা যেতে পারে।’পাশাপাশি অশ্বিন বলেন, ‘আমার মনে হয় যেহেতু অধিনায়ক হিসাবে বিরাট কোহলি গত কয়েক বছরে বেশ চাপের মধ্যে দিয়ে গিয়েছেন, তাই এই বছরটা ওকে একটু ব্রেক দেওয়া হয়েছে। পরের বছর ওরা হয়তো আবার ওকেই অধিনায়কের দায়িত্ব দিতে পারে বলে আমার মনে হয়।’ তবে এই বিষয়ে বিরাট কোহলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি. এই মত সম্পর্ণ রবিচন্দ্রন অশ্বিনের ব্যক্তিগত মতামত।
তবে বিরাট কোহলি আসন্ন আইপিএল ২০২২ উপলক্ষ্যে আরসিবি ক্যাম্পি যোগ দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন। সম্পূর্ণ চাপমুক্তভাবে নতুন মরসুম শুরু করার বিষয়ে মুখিয়ে রয়েছেন তিনি। নতুন মরসুম শুরুর আগে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে বিরাট কোহলি বলেন,'অবিশ্বাস্য লাগছে। আবার আইপিএল চলে এল। নেতৃত্ব ছাড়ার পর নতুন শক্তি নিয়ে দলের সঙ্গে যোগ দিলাম। নেতৃত্ব ছাড়ায় আমার দায়িত্ব এবং কর্তব্য অনেক কমে গিয়েছে। দারুণ জীবন কাটাচ্ছি। আমাদের সন্তান হয়েছে। পরিবার হয়েছে। আমার কাছে জীবন এখন বেশ আনন্দের। খুশিতে ভরা। সন্তানের বড় হওয়া দেখতেও আমার দারুণ লাগছে।'
আরও পড়ুনঃআইপিএলের ইতিহাসে সেরা ১০ উইকেট শিকারী কোন বোলাররা, দেখে নিন তালিকা
আরও পড়ুনঃনেট দুনিয়ায় ঝড় তুলেছেন সিএসকের তারকার হট-সেক্সি বান্ধবী, চেনা আছে কী আপনার, দেখুন ছবি
ফাফ ডুপ্লেসির অধিনায়ত্বে খেলার জন্য তিনি মুখিয়ে আছেন, সেই বিষয়ে বলতে গিয়ে বিরাট বলেছেন, ‘নিলামে ফাফকে বেছে নেওয়া,আমাদের পরিকল্পনা খুবই পরিষ্কার ছিল। আমাদের এমন একজন ক্যাপ্টেন দরকার ছিল যিনি অত্যন্ত সম্মানিত। তিনি একজন টেস্ট অধিনায়ক এবং একজন অত্যন্ত সম্মানিত ক্রিকেটার। আরসিবিতে আমরা তার নেতৃত্ব নিয়ে উচ্ছ্বসিত। তিনি তার ভূমিকা খুব ভালোভাবে পালন করবেন। আমাদের সবার সাথে তার খুব ভালো সম্পর্ক। আমি নিশ্চিত ম্যাক্সি (গ্লেন ম্যাক্সওয়েল), দীনেশ কার্তিক এবং অন্য সব সতীর্থরা এই টুর্নামেন্টে তার অধিনায়কত্ব উপভোগ করবেন।’ ২৭ মার্চ পঞ্জব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে আরসিবি।