২০০৮ সিডনি টেস্টে ভুলের জন্য আম্পায়ার স্টিভ বাকনারকে কার্যত ধুইয়ে দিলেন ইরফান পাঠান

Published : Jul 26, 2020, 04:15 PM IST
২০০৮ সিডনি টেস্টে ভুলের জন্য আম্পায়ার স্টিভ বাকনারকে কার্যত ধুইয়ে দিলেন ইরফান পাঠান

সংক্ষিপ্ত

২০০৮ সালের সিডনি টেস্টে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন স্টিভ বাকনার যার কারণে সম্প্রতি দুঃখ প্রকাশও করেছেন প্রাক্তন ক্যারেবিয়ান আম্পায়ার জঘন্য আম্পায়ারিংয়ের জন্য ওই সিরিজ হারতে হয়েছিল ভারতীয় দলকে স্টিভ বাকনারকে কড়া ভাষায় আক্রমণ করলেন ইরফান পাঠান  

২০০৮ সালের সিডনি টেস্ট শুধু 'মাঙ্কিগেট' বিতর্কের জন্য বিখ্যাত নয়, পাশাপাশি আম্পায়ারদের অসংখ্য ভুল সিদ্ধান্তের জন্যও ভারত-অস্ট্রেলিয়ার ওই টেস্ট ম্যাচ চিরদিন মানুষ মনে রাখবে। আম্পায়র স্টিভ বাকনার ও মার্ক বেনসনের একাধিক ভুল সিদ্ধান্তের ফলে ওই ম্যাচ হারতে হয়েছিল ভারতীয় দলকে। ঘটনার ১২ বছর পর সম্প্রতি সিডনি টেস্টে নিজের করা একাধিক ভুল নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আম্পায়ার স্টিভ বাকনার। বাকনার বলেছিলেন,'একটা ম্যাচে একাধিক ভুল সিদ্ধান্ত নেওয়া একমাত্র আম্পায়ার তো তিনি নন। এর আগেও অনেকেই এমন ভুল করেছেন। তবুও ওই ম্যাচে করা ভুল তাঁকে এখনও তাড়া করে।'

আরও পড়ুনঃফিট ও ফর্মে থাকলে কেনও খেলা ছাড়বেন ধোনি, প্রশ্ন গম্ভীরের

পাঠান বলেছেন, "এখন আপনি ভুল স্বীকার করলেও আমাদের কোনও লাভ নেই। যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা ম্যাচটা হেরেছি। এবার আপনি ভুল স্বীকার করুন বা না করুন কিছুই এসে যায় না। সারা ম্যাচে একটা নয়, অসংখ্য ভুল করেছিলেন আপনারা। অন্তত সাতটা ভুল সিদ্ধান্ত। আপনাদের ভুলের জন্যই অ্যান্ড্রু সাইমন্ডস ওরকম একটা ইনিংস খেলতে পেরেছিল। ওকে ওই ম্যাচে তিনবার আউট দেননি আপনারা।  এতগুলো ভুল দেখে দর্শকরা সেদিন ভেবেছিল আপনারা হয়তো ইচ্ছে করেই ওরকম করছিলেন। আমি প্রথমবার দলের অনেক ক্রিকেটারকে রেগে যেতে দেখেছিলাম। আপনারা দুজন মিলে আমাদের হতাশ করেছিলেন।"

আরও পড়ুনঃক্রমশ আইসিসির চেয়ারম্যান পদে জোরাল হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম

আরও পড়ুনঃনাতাসার বেবি বাম্পে হাত দিয়ে আলিঙ্গনরত হার্দিক, ভাইরাল মিষ্টি মুহূর্তের একাধিক ছবি

২০০৮ সালে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে কোণঠাসা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। সেই সময় ১৩৫ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। কোণওমতে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার লড়াই চালাচ্ছিলেন অ্যান্ড্র সাইমন্ডস ও ব্র্যাড হগ। সেই সময় সাইমন্ডসের অবধারিত আউট দেননি বাকনার। যার ফলস্বরূপ ম্যাচে সেঞ্চুরি করেন সাইমন্ডস। অপরদিকে ম্যাচে পঞ্চম দিনে দ্রাবিড় ও সৌরভের পার্টনারশিপ যখন দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যাচ্ছিল তখন রাহুল দ্রাবিড়কে ভুল আউট দেন বাকনার। যার ফলে জেতা ম্যাচ হারতে হয়েছিল ভারতকে।  চার ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিতেছিল ২-১ এ। পার্থ টেস্টে ভারত ৭২ রানে জিতেছিল। অ্যাডিলেড টেস্ট ড্র হয়েছিল। সিডনি টেস্ট জেতার মত জায়গা থেকেও হারতে হয়ছিল ভারতকে। ভারতের সিরিজ হারের জন্যও পাঠান দায়ি করেছেন বাকনারকে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা