IPL 2021, CSK vs SRH - ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ, দেখে নিন এক নজরে

বৃহস্পতিবার আইপিএল ২০২১-(IPLO 2021)- এ শারজায় মহারণ। এমএস ধোনির (MS Dhoni) সিএসকে (CSK) বনাম কেন উইলিয়ামসনের (Kane Williamson) এসআরএইচ (SRH)। দুই দলের প্রথম একাদশ নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে জল্পনা। ম্যাচ জিততে মরিয়া দুই অধিনায়ক।
 

আইপিএল ২০২১-(IPLO 2021)- এর ৪৪ তম ম্যাচে আজ শারজা ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৮টি জয়ের সৌজন্যে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এমএস ধোনির (MS Dhoni)দল। প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে কেকেআরের (KKR) বিরুদ্ধে হারলেও আজ ফের জয়ের ফিরতে মরিয়া চেন্নাই। অপরদিকে ১০ ম্যাচে দুটি জয় নিয়ে লিগ তালিকার একেবারে নীচে রয়েছে কে উইলিয়ামসনের (Kane Williamson) দল। শেষ ম্যাচে রাজস্থানকে হারানোর পর আজ চেন্নাইকে হারাতেও মরিা অরেঞ্জ আর্মি (Orange Army)।

Latest Videos

আজকে ধোনি বনাম উইলিয়ামসন মহারণে দুই দলের একাদশ কী হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। আজকের ম্যাচে সিএসকে দলে একটি মাত্র পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে গত ম্য়াচে ছন্দে না থাকা স্যাম কারনের বদলে দলে ফিরতে পারেন ডোয়েইন ব্রাভো। এছাড়া চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে থাকতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্রাভো অথবা স্যাম কারন। এছাড়া বোলিং লাইনে থাকবেন শার্দুল ঠাকুর, দীপক চাহার ও জস হ্যাজেলউড। 

শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারানোর পর কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাই আজকের ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার খুব একটা সম্বাবনা নেই।  আজকের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন জেসন রয়, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), প্রিয়ম গর্গ ,অভিষেক শর্মা। দলে অলরাউন্ডারের ভূমিকায় থাকতে চলেছেন আবদুল সামাদ ও জেসন হোল্ডার। এছাড়া বোলিং লাইনআপে আজ অরেঞ্জ আর্মিতে থাকতে চলেছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল।

আরও পড়ুনঃIPL 2021, SRH vs CSK - ফার্স্টবয় ও লাস্টবয়ের লড়াই, পচা শামুকে পা কাটবে কি ধোনি-বাহিনীর

আরও পড়ুনঃIPL 2021, চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে জিতবে কোন দল, কী বলছে জ্যোতিশাস্ত্র

আরও পড়ুনঃIPL 2021 - যেমন বক্ষ, তেমন নিতম্ব - জ্যাসিম লোরা-ই কি আইপিএল-এর 'হটেস্ট বউ', দেখুন তো

প্রসঙ্গত, শেষ ম্যাচ জিতদলেও আইিএল ২০২১-এ একেবারেই নিজেদের সেরা ছন্দে নেই সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের আশা না থাকলেও, শেষ ম্যাচগুলি জিতে মরসুম শেষ করাল লক্ষ্য নিজামের শহরের দলের। অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচ হারলেও আইপিএল চলতি মরসুমে অনবদ্য ফর্মে রয়েছে চেন্নাই সুপার কিংস। প্লে অফের টিকিটও পাকা হয়ে গিয়েছে। তবে আজ দুই দলের সাম্প্রতিক ফর্ম ও শক্তি বিচার করে ধোনির দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News