চোট উপেক্ষা করেই ব্যাট হাতে ঝড়ো ইনিংস রিচা ঘোষের, ভারতীয় মহিলা ক্রিকেট গড়লেন অনন্য নজির

নিউজিল্যান্ডের (New Zealand)বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে অনবদ্য ব্য়াটিং রিচা ঘোষের (Richa Ghosh)। পায়ে চোট নিয়ে অর্ধশতরান করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian women's cricket team) উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান। গড়লেন অনন্য নজির।
 

আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপের (ICC Womes World Cup) আগে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India)একদিনের সিরিজ। দ্বিতীয় একদিনের ম্য়াচে অনন্য নজির গড়লেন ভারতের উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান রিচা ঘোষ (Richa Ghosh)। ভারতের সর্বকনিষ্ঠ উইকেট রক্ষক হিসেবে অর্ধশতরান করলেন শিলিগুড়ির মেয়ে। শুধু ব্য়াট হাতে ঝোড়ো ইনিংস খেলাই নয়, দলের বিপদের সময় পায়ে চোট নিয়ে অবলীলায় মারকাটারি ইনিংস খেলেন রিচা। মিথালি রাজের (Mithali Raj) সঙ্গে জুটি বেধে ১০৮ রানের পার্টনারশিপ গড়েন এবং ভারতীয় দলকেও সম্মানজনক স্কোরে পৌছে দেন। তবে শুধু রিচা ঘোষই নয় অধিনায়ক মিথালি রাজও অর্ধশতরান করেন ও ৪৯ রানের ইনিংস খেলেন ওপেনার সাভেনেনি মেঘনা। তাদের ইনিমংর সৌজন্য়েই ৫০ ওভারে ২৭০ রানের ইনিংসে পৌছায় ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian women's cricket team)।

 

Latest Videos

 

প্রথম একদিনের ম্য়াচে হারের পর দ্বিতীয় একদিনের ম্য়াচে সিরিজের সমতা ফেরানোর লক্ষ্যে নামে মিথালি রাজের চিম ইন্ডিয়া। ওপেনিং জুটিতে সাভেনি মেঘনা ও শেফালি ভার্মা ৬১ রানের পার্টনারশিপ করেন। কিন্তু তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়তে থাকে ভারতীয় দলের উপর। মেঘনার ৪৯ রানের ইনিংস ছাড়া শেফালি ভার্মা ২৪ ও ইয়াশতিক ভাটিয়া ৩১ রানের ইনিংস খেলে আউট হন।ব্য়াট হাতে হরমনপ্রীত কউর ব্যর্থ হল। তিনি করে ১০ রান। ১৩৫ রানে ৪ উইকেট হারিয়ে যখন ভারতীয় দলের ইনিংস ধুকছিল সেই সময় দলের রক্ষাকবচ হয়ে দাঁড়ান রিচা ঘোষ ও মিথালি। বিশেষ করে পায়ে চোটের কারণে যন্ত্রণায় দেখা যায় রিচা ঘোষকে। কিন্ত তারপরও চোটের কারণে মাঠ না ছেড়ে নিজের ইনিংস চালিয়ে যান  রিচা ঘোষ। বেশ কিছু অনবদ্য শট খেলেন রিচা ও মিথালি। বোলারের মাথার উপর থেকে স্ট্রেট ড্রাইভে একচি বিশাল ছক্কা হাকান রিচা ঘোষ। নিজের অর্ধশতরান পূরণ করেন। শেষ পর্যবন্ত ৬৪ বলে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন রিচা ঘোষ।

 

 

 

আরও পড়ুনঃআইপিএল ২০২২ মেগা নিলামের পর কেমন হল ১০টি দল, দেখে নিন সম্পূর্ণ স্কোয়াড

আরও পড়ুনঃআইপিএল ২০২২ মেগা নিলামে সবথেকে বেশি দামি ক্রিকেটার কারা, চিনে নিন তাদের

আরও পড়ুনঃশাহরুখ সন্তান আরিয়ান-সুহানাকেও মানালেন হার, নেট দুনিয়ায় ভাইরাল কে এই সুন্দরী

এদিন চোট নিয়ে যেভাবে অনবদ্য ও ঝোড়ো ইনিংস খেলেছেন বাংলার রিচা ঘোষ তার প্রশংসা করেছেন সকলেই। তরউপর বল না নষ্ট করে ঝোড়ো ব্য়াটিং করেছেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে যে লড়াকু মানসিকতা ও  পরিপক্কতা দেখিয়েছেন রিচা ঘোষ তার প্রশংসা কেরছেন ভারতীয় কোচও। রিচার ৬৪ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস ৬টি চার ও একটি বিশাল ছয়ে সাজানো তার ইনিংস। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে, ১৬ বছর বয়সে রিচা ঘোষ ২০২০ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে নির্বাচিত হন। সেই বছরই অস্ট্রেলিয়ায় মহিলা ত্রি-দেশীয় সিরিজের জন্য ভারতের স্কোয়াডেও স্থান পান বাংলার মেয়ে। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আর ১৫ ফেব্রুয়ারি একদিনের ক্রিকেটে অর্ধশতরান গড়ে সর্বকনিষ্ঠ ভারতীয় উইকেট রক্ষক হিসেবে নজির গড়লেন শিলিগুড়ির রিচা।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News