সংক্ষিপ্ত

১৬ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) টি২০ সিরিজ (T20 Series)। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে ৩ ম্য়াচের সিরিজ। তার আগে চোটের কারণে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার।
 

একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ৩-০ ব্যবধানে কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলকে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে রোহিত শর্মার (Rohit Sharma) দল।ইডেন গার্ডেন্সে ৩ ম্য়াচের টি২০ সিরিজে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল।  সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত হবে এই ম্য়াচ। ক্রিকেটের নন্দনকাননে পরপর তিনটি ম্য়াচকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। একদিনের সিরিজে ৩-০ ব্য়বধানে জয়ের পর ভারতীয় দলের লক্ষ্য টি২০ সিরিজেও সেই পারফম্য়ান্স ধরে রাখাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু টি২০ সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা স্পিনার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।

শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্য়াচে ফিল্ডিংয়ের সময় স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বাঁ হাতের পেশীতে চোটের শিকার হন। যেই ব্যথা এখনও পুরোপুরি সারেনি সুন্দরের। যেই কারণে ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজ থেকে তিনি বাদ পড়েছেন। তবে তার চোট খুব গুরুতর নয় বলেও জানানো হয়েছে। চোটমুক্ত হতে বিশ্রাম দরকার ওয়াশিংটন সুন্দরের। তার জায়গায় পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের নির্বাচন কমিটি ওয়াশিংটন সুন্দরের জায়গায় বাঁ-হাতি চায়নাম্য়ান স্পিনার কুলদীপ যাদবের নাম পরিবর্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ দিন পর চোট সারিয়ে একদিনের সিরিজে ভারতীয় দলে ফিরেছিলেন ওয়াশিংটন সুন্দর।  কিন্তু ফের চোটের কারনে ছিটকে যাওয়ায় হতাশ তিনি।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরুর আগে লাগাতার চোটের কবলে পড়ছে ভারতীয় দল। এর আগে চোটের কারণে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছে দলের অন্যতম প্রধান তারকা ব্য়াটসম্য়ান কেল রাহুল। তাকে টি২০ সিরিজের বাইরে রাখা হয়েছে। এছাড়াও চোটের কারণে টি২০ সিরিজ থেকে বাদ পড়েছেন দলের অপর তারকা স্পিনার অলরাউন্জার অক্ষর প্য়াটেল। তাদের দুজনের বদলে ইতিমধ্যেই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই। কেএল রাহুলের জায়গায় ভারতীয় টি২০ দলে যোগ দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও অক্ষর প্য়াটেলের জায়গায় দলে সুযোগ পেয়েছেন দীপক হুডা। একদিনের সিরিজে অভূতপূর্ব  সাফল্যের পর দলে লাগাতর চোটেক ধাক্কা পারফরম্য়ান্সে না পড়ার বিষয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।