ফের রেকর্ড বুকে রিচা ঘোষ, ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে অনন্য নজির শিলিগুড়ির মেয়ের

ভারতীয় মহিলা ক্রিকেটে (Indian Womens Cricket Team) অনন্য রেকর্ড গড়লেন রিচা ঘোষ (Richa Ghosh)। দ্রুততম হাফ সেঞ্চুরি (Fastest Half Century) করলেন ভারতীয় উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান। ২৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন শিলিগুড়ির (Siliguri)মেয়ে। 
 

মহিলা বিশ্বকাপ ২০২২-এর (Womens World Cup) আগে নিউজিল্য়ান্ডের (New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজে লাগাতার হার। যা চিন্তা বাড়িয়েছে অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) থেকে শুরু করে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) প্রাপ্তি বাংলার রিচা শর্মার (Richa Sharma) অনবদ্য ফর্ম। সিরিজের দ্বিতীয় একদিনের ম্য়াচে ভারতের সর্ব কনিষ্ঠ উইকেট রক্ষক হিসেবে অর্ধশতরান করার নজির গড়েছিলেন রিচা ঘোষ। এবার চতুর্থ একদিনের ম্য়াচে দল হারলেও, ফের এক নজির গড়লেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্য়ান। শুধু উইকেট রক্ষক হিসেবে নয়, ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান Fastest Half Century) করলেন রিচা ঘোষ।

ভারত ও নিউজিল্য়ান্ডের চতুর্থ একদিনের ম্য়াচ একসময় মনে করা হয়েছিল বৃষ্টির কারণে ভেস্তে যাবে। কিন্তু পরে ২০ ওভারে ম্য়াচ আয়োজন করা সম্ভব হয়। ম্য়াচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান করে নিউজিল্যান্ড দল। কিউইদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আমেলিা কের। রান তাড়া করতে নেমে মাত্র ১২৮ রানে অল আউট হয়ে য়ায় ভারতীয় দল। তার মধ্যে ৫২ রানে ইনিংস খেলেন রিচা ঘোষ। লাগাতার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। ১৯ রানে ৪ উইকেট হারায় টিম ইন্ডিয়া। সেখান থেকে ব্য়াট করতে নেমে বিধ্বংসী ব্য়াটিং করেন রিচা ঘোষ। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। যা কিনা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে সবথেকে দ্রুত অর্ধশতরান। 

Latest Videos

চাপের মধ্যে রিচার ঝোড়ো ইনিংস প্রশংসীত হয়েছে সর্বত্র। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন তিনি। ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। চারটি চার ও চারটি ছয়ে সাজানো শিলিগুড়ির মেয়ের ইনিংস। স্ট্রাইক রেট ১৭৯.৩১। ম্যাচের পরে বাংলার মেয়ের প্রশংসাই শোনা গিয়েছে অধিনায়ক মিতালি রাজের মুখে। তিনি বলেছেন, 'উইকেটের পিছনে এবং ব্যাট হাতে আমাদের আস্থা দিচ্ছে রিচা। আশা করছি, বিশ্বকাপে ও আমাদের দলকে অনেক ভাবেই সাহায্য  করতে পারবে।' নিউজিল্য়ান্ডের মাটিতে রিচার অনবদ্য ব্য়াটিং ছাড়াও উইকেটের পেছনেও অনবদ্য পারফর্ম করেছে। 

 

 

প্রসঙ্গত, ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ (ICC Womens World Cup 2022) । মহিলা ক্রিকেটের মহাযজ্ঞকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। প্রথম ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team) নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৬ মার্চ। আর প্রথম ম্যাচেই মিতালি রাজ (Mithali Raj), ঝুলন গোস্বামীরা মুখোমুখি হবেন চিরপ্রচীদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।

 ২০২২ বিশ্বকাপে ঘোষিত ভারতীয় মহিলা দল-
মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ-অধিনায়ক), স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা, দীপ্তি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেশ্বরী, পুনম যাদব। স্ট্যান্ডবাই প্লেয়ার: সবিনেনি মেঘনা, একতা বিষ্ট, সিমরান দিল বাহাদুর।

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র