ফের ব্যাট হাতে ২২ গজে সচিন-লারা, নস্টালজিয়ায় ভাসতে আপনারা তৈরি তো

  • আজ থেকে মুম্বাইতে শুরু রোড সেফটি  ওয়ার্ল্ড  সিরিজ
  • প্রথম ম্যাচে সচিনের মুখোমুখি লারা
  • সচিন, লারার ব্যাট দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা
  • থাকছে আরও একঝাঁক ক্রিকেট তারকা

Sudip Paul | Published : Mar 7, 2020 11:05 AM IST

আজ থেকে মুম্বাইতে শুরু হতে চলেছে রোড সেফটি  ওয়ার্ল্ড  সিরিজ। একদিকে যখন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। তেমনই ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজকে ঘিরেও উন্মাদনা কম কিছু নয়। কারণ এই সিরিজে ফের ২২ গজে দেখা যাবে সচিন তেণ্ডুকর, বীবীরেন্দ্র সহবাগ, ব্রায়ন লারা, কার্ল হুপার, জন্টি রোডস, শেন ওয়াটসন, ব্রেট লি, মুরলূধরন, দিলশান,আটাপাট্টু সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেট তারকাদের। শনিবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি  হতে চলেছে ইন্ডিয়া লেজেন্ডস স্কোয়াড ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস স্কোয়াড। 

আরও পড়ুনঃপ্রথমবার বিশ্বজয়, লক্ষ্যে স্থির ভারতীয় মহিলা দল

Latest Videos

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ঘরের মাঠে আজ ওয়াংখেড়েতে ব্যাট হাতে দেখা যাবে ক্রিকেটের ভগবান সচিন তেণ্ডুলকরকে। যেই দৃশ্য দেখতে বাণিজ্য নগরীতে চড়ছে পারদ। ভারতীয় দলের অধিনায়কত্বও করবেন লিটিল মাস্টার। ইতিমধ্যেই নেটে পুরো দমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সচিন ছাড়াও ইন্ডিয়া লেজেন্ডস দলে থাকছে বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিং, জাহির খান, ইরফান পাঠান, অজিত আগরকর, মুনাফ প্যাটেলের মত এক ঝাঁক তারকা। অনুশীলনের পর যুবরাজ জানিয়েছেন,'মহৎ একটি উদ্দ্যেশ্য নিয়ে খেলতে নামছি আমরা। মাঠে ক্রিকেটের পাশাপাশি ভরপুর মজাও থাকবে। পুরনো দলের সঙ্গে মাঠে নামতে পারার অনুভুতিটাই আলাদা। বিশেষ করে সচিন নেটে অনেকটা করে সময় দিচ্ছে। দলের বোলিং বিভাগ নিয়ে আমরা আশাবাদী। ফিল্ডিংয়ের দিকটা দেখতে হবে।'

আরও পড়ুনঃ৭ দিনে ৭ মহাদেশ দৌড়ে, বিশ্ব ম্যারাথন চ্যালেঞ্জে এই প্রথম নজির গড়লেন ভারতীয়

আরও পড়ুনঃফের ক্রোমার ঘাড়েই কোপ ইষ্টবেঙ্গলের, খারাপ খেলেও রয়ে গেলেন এস্পাদা

অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস দলের অধিনায়কত্ব করবেন ব্রায়েন চার্লস লারা। এছাড়াও দলে রয়েছেন কার্ল হুপার, শিব নারায়ণ চন্দ্রপল, রামনরেশ সারওয়ান, ডারেন গঙ্গা, রিকার্ডো পাওয়েল, স্যামুয়েল বদ্রী, সুলেমান বেনের মত ক্যারেবিয়ান তারকারা। ত্রিনিদাদের রাজপুত্র লারার ব্যাট দেখতেও মুখিয়ে রয়েছেন ক্রিকেট ভক্তরা। শুধু প্রাক্তন ক্যারেবিয়ান ক্রিকেট প্লেয়াররাই নয় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস দলে খেলতে দেখা যাবে স্প্রিনটার যোহান ব্লেককেও।

শুধু ইন্ডিয়া বা ওয়েস্ট ইন্ডিজই নয়, মোট ৫ দেশের এই সিরিজে দেখা যাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি দলও। গোটা সিরিজে খেলতে দেখা যাবে এই সব তারকাদের। আজ ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে যার শুরু।  ফলে খেলার ফলাফল যাই হোকনা, নস্টালজিয়ায় ভাসতে প্রস্তুত বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা। 

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024