দেশ জুড়ো ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। সেই লকডাউন আরও বর্ধিত হতে পারে বলেই খবর প্রশাসনিক সূত্রে। এই লকডাউনের সময় মানুষকে ঘরে থাকার জন্য বার বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। যাতে অগ্রণি ভূমিকা পালন করেছেন ক্রীড়াবিদরা। আর এই লকডাউনকে সফল করতে দিন রাত এক করে রাস্তায় নেমে কাজ করে চলেছেন পুলিস আধিকারিকরা। পুলিসকেও নানাভাবে সম্মান জানিয়েছেন ক্রীড়াবিদরা। শনিবারই দিল্লি পুলিসের কাজকে কুর্ণিশ জাানিয়েছেন বিরাট কোহলি, ইশান্ত শর্মা সহ অন্যান্য ক্রীড়াব্যক্তিত্বরা। এবার মুম্বই পুলিসের কাজের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট গলের 'হিটম্যান' রোহিত শর্মা। এর আগে মুম্বই পুলিসের কাজের প্রশংসা করেছেন হার্দিক পাান্ডিয়াও।
আরও পড়ুনঃ২০১৯ বিশ্বকাপের পরই অবসর নেওয়া উচিত ছিল ধোনির, বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসে এখনও অবধি সবচেয়ে ক্ষতিগ্রস্থ মহারাষ্ট্র। এমন সংকটের মুহূর্তে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশকর্মীদের ভূমিকা সত্যিই প্রশংসার দাাবি রাখে। দয়া করে ঘরে থাকুন। ঘরে থেকেই বোধহয় পুলিশকর্মীদের যোগ্য সম্মান জানানো সম্ভব। মুম্বই পুলিশকে কুর্নিশ জানিয়ে এমনটাই টুইট করলেন ‘হিটম্যান’। টুইটারে রোহিত লেখেন, ‘ঘড়ির কাঁটা এক করে পরিশ্রমের জন্য মুম্বই পুলিশ তোমাদের কুর্নিশ। শহরের প্রত্যেকটা প্রান্তে চলছে মুম্বই পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা। আমাদেরও কর্তব্য ছোট্ট একটা কাজ করে তাদের পাশে দাঁড়ানোর। শুধুমাত্র বাড়িতে থাকুন।’
দিনদু’য়েক আগে একইভাবে মুম্বই পুলিশকে কুর্নিশ জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে মুম্বই পুলিশের একটি ভিডিও পোস্ট করেন হার্দিক। ক্যাপশন হিসেবে জাতীয় দলের অল-রাউন্ডার লেখেন, ‘মুম্বই পুলিশকে অনেক ভালোবাসা এবং শুভ কামনা এবং অন্যান্য আধিকারিকদের যারা দেশজুড়ে আমাদের সুরক্ষার কাজে নিযুক্ত।’
সোশাল মিডিয়ায় লকডাউনকে সফল করার জন্য একাধিকবার সামাাজিক সচেতনতার বার্তা দিয়েছেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া। করোনার বিরুদ্ধে সকলকে একসঙ্গে লড়াই করার বার্তা দিয়েছেন তারা। করোনা মুক্ত সমাজ গড়তে সকলকে ঘরে থাকার , সুস্থ থাকার ও সচেতন থাকার বার্তাও দিয়েছেন রোহিত ও হার্দিক। একিসঙ্গে সকলকে পুলিস আধিকারিকদের কাজের সম্মান জানাতেও বলেছেন দুই ভারতীয় তারকা।
আরও পড়ুনঃআইপিএলের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়ের, কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট