এশিয়া কাপে খারাপ পারফরম্য়ান্স, টি২০ বিশ্বকাপের আগে কতটা চিন্তা বাড়াল, কী বলছেন রোহিত শর্মা

এশিয়া কাপে (Asia Cup 2022) পরপর দুটি হারের পর বিদায় কার্যত নিশ্চিৎ টিম ইন্ডিয়ার (Team India)। এই হারেরর ফলে কতটা চিন্তা বাড়ল। টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) দলের পরিকল্পনা কী। সব বিষয় নিয়ে উত্তর দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
 

এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের ম্য়াচে পরপর দুটি ম্য়াচে হার টিম ইন্ডিয়ার। পাকিস্তানে বিরুদ্ধে হারের পর  শ্রীলঙ্কার বিরুদ্ধে দল জয়ে ফিরবে বলে মনে করা হয়েছিল। কিন্তু তেমটা হয়না। পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে।  পরপর ম্য়াচ হেরে অষ্টমবার এশিয়া কাপ জয়ের স্বপ্ন কার্যত অধরাই থেকে গেল ভারতীয় দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর দল নির্বাচন, হারের কারণ, টি২০ বিশ্বকাপের আগে কতা সমস্যায় দল সবকিছু নিয়েই সাংবাদিক বৈঠকে অকপট জবাব দিলেন অধিনায়ক রোহিত শর্মা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ হারের টার্নিং পয়েন্ট-
শ্রীলঙ্কার বিরুদ্ধে কোথায় কোথায় খামতি থেকে গেল যে কারণে ম্যাচ হারত হল সেই বিষয়ে বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, '১০ থেকে ১৫ রান কম করেছিলাম আমরা। তবে ১৭০-১৭৫ রান খুব কম নয়, লড়াই করা যায়। আমাদের স্পিনাররা ম্যাচ জেতার মত সুযোগ তৈরি করে দিয়েছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত  ম্যাচ ফিনিশ করতে পারিনি। কোনও কোনও সময়  এমনটা হয়  যখন আপমি পরিকল্পনা করে নামলেও মাঠে সেটা ফল দেয় না।' এছাড়াও রোহিত বলেন,'শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছিল ইনিংস সেটা টার্নিং পয়েন্ট। ৯০ বা তার বেশি স্কোরে নো লস সেখানেই অনেকটা এগিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা।'

Latest Videos

বিশ্বকাপের দল ঘোষণা না হওয়া পর্যন্ত পরীক্ষা চলবে-
দলে দীপক হুডা  খেললেও বল করানো হল না, দীনেশ কার্তিক কেন দলের বাইরে এই সকল প্রশ্নের উত্তরে রোহিত বলেন,'বিশ্বকাপের দল ৯০-৯৫ শতাংশ তৈরি। কিছু ছোটখাটো বদল হবেই। ইচ্ছে করেই পরীক্ষা-নিরীক্ষা করেছি। এশিয়া কাপের আগেই ঠিক করেছিলাম। চার জন জোরে বোলার এবং দু’জন স্পিনার নিয়েই খেলার পরিকল্পনা রয়েছে। তবু আমি দেখতে চেয়েছিলাম, তিন জন জোরে বোলার খেলালে কী হতে পারে। তৃতীয় স্পিনার যে হবে, সে যেন অলরাউন্ডার হয়' এছাড়াও রোহিত বলেন,'দীপক হুডা দলে থাকলেও আমি ৫ জন বোলারকে নিয়েই লড়াই করার কথা ভেবেছিলাম। আর  দুজন ডান হাতি ব্যাটসম্যান ক্রিজে সেট থাকার ফলে তখন দীপককে আনাটা আমার সঠিক বলে মনে হয়নি।' বিশ্বকাপের দল ঘোষণা না হওয়া পর্যন্ত পরীক্ষা-নিরিক্ষা চলতে থাকবে বলেও জানান রোহিত শর্মা।

দ্বিপাক্ষিক সিরিজে ভালো খেললেও কেন হার বড় প্রতিযোগিতা-
ভারতীয় ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজে ভালো খেললেও কেন আইসিসি ট্রফি বা এশিয়া কাপের মত বহু দলীয় প্রতিযোগিতায় এসে ফ্লপ করছ। এর জবাবে রোহিত বলেন,'এ ধরনের প্রতিযোগিতায় আলাদা আলাদা দলের বিরুদ্ধে আমরা খেলি। দ্বিপাক্ষিক সিরিজে একটাই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়। সেখানে তাদের শক্তি-দুর্বলতা ভাল ভাবে বোঝা যায়। কিন্তু এশিয়া কাপ বা বিশ্বকাপে বিভিন্ন দল বিভিন্ন পরিকল্পনা নিয়ে আসে। আমাদের পরিকল্পনা হচ্ছে, বিপক্ষের থেকে এক ধাপ এগিয়ে ভাবা। তা হলেই জিততে পারব। আগেও তো আমরা সেমিফাইনাল, ফাইনাল খেলেছি। ট্রফিও জিতেছি। এত ভাবার দরকার নেই। চাপ আছে, কিন্তু সেটা কাটানোর উপায়ও আছে।'

বিশ্বকাপের আগে এই হারে চিন্তা কী বাড়ল-
এই প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত শর্না বলেছেন,'যখন ম্যাচ হারবে তখন প্রশ্ন উঠবে তখন প্রশ্ন উঠবে। তে ড্রেসিং রুমে কোনও সমস্যা নেই  সবাই কুল রয়েছে। আমাদের লক্ষ্য হার-জিত দিয়ে ছেলেদের বিচার করা না। লক্ষ্য বিশ্বকাপ ভালো পারফর্ম করা ও ড্রেসিং রুমের পরিবেশ ঠিক রাখা। আমরা যখন বিশ্বকাপে যাব আলাদাভাব পরিকল্পনা করব। আমাদের হাতে যাতে ষষ্ঠ বোলার থাকে সেই বিষয়টি দেখতে হবে। দল বিশ্বকাপে ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা