পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে 'খুনের' হুমকি দিলেন সানিয়া মির্জা

Published : Jun 26, 2020, 10:17 PM ISTUpdated : Jun 26, 2020, 10:22 PM IST
পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে 'খুনের' হুমকি দিলেন সানিয়া মির্জা

সংক্ষিপ্ত

লাইভ চ্যাটে বাবর আজমের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শোয়েব মালিক আড্ডায় অংশ নিয়েছিলেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জাও লাইভে চ্যাটে আড্ডা চলাকালীন হঠাত খুনের হুমকি পেলেন বাবর সানিয়া মির্জা খুনের হুমকি দিয়ে বসলেন পাকিস্তান অধিনায়ককে  

লকডাউন পরবর্তী সময়ে বিশ্ব জুড়ে করোনা আবহেই শুরু হয়েছে ফুটবল। আগামী ৮ জুলাই থেকে ইংল্যান্ডে ফিরছে ক্রিকেটও। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ কিন্তু কমেনি বিশ্ব জুড়ে। যার জেরে এখনও অধিকাংশ ক্রীড়া ব্যক্তিত্বই ঘরবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন। ভারত ও পাকিস্তানে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সময় কাটাতে সোশ্যাল নেট ওয়ার্কিং সাইটে আনাগোনা বেড়েছে স্পোর্টস ম্যানদের। একে অপরের সঙ্গে লাইভ চ্যাটে দিচ্ছেন আড্ডা। সম্প্রতি এরকম এক  আড্ডায় বসেছিলেন সানিয়া মির্জা, শোয়েব মালিক ও বাবর আজম। সেই আড্ডা চলাকালীনই হঠাৎ বাবার আজমকে খুনের হুমকি দেন সানিয়া মির্জা।

আরও পড়ুনঃ'নিজেকে ফিরে পেলাম',অনুশীলন ফিরে জানালেন 'হিটম্যান'

ইনস্টাগ্রাম চ্যাট থেকে মশকরা- সেখান থেকে হাসি ঠাট্টা। এতদূর সব ঠিকই ছিল কিন্তু তারপরেই  বারকে খুন করার হুঁশিয়ারী দেন সানিয়া। তবে ভয় পাওয়ার কিছুই নেই। বাবর আজমকে মজার ছলেই খুনের হুমকি দিয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী। আড্ডা চলাকালীন লাইভে বাবর আজমের কাছে  শোয়েব মালিক জানতে চান তোমার সব থেকে প্রিয় ভাবি অর্থাৎ বউদি কে? সানিয়া হয়তো ভেবেছিলেন তার নামই বলবেন পাক অধিনায়ক। কিন্তু সানিয়াকে রাগানোর জন্য সরফরাজ আহমেদের স্ত্রী খশবা ভাবির নাম নেন বাবর। আর এই কথা শুনেই মজার ছলে বাবরকে বলেন,'তোমাকে খুন করে ফেলব।'

আরও পড়ুনঃচশমা পড়া মহিলার সঙ্গে ডেটিং করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়, আপনার কাকে পছন্দ,তালিকায় রয়েছেন অনেকেই

আরও পড়ুনঃকীভাবে ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন সৌরভ,দু-দশক পর রহস্য ফাঁস

শুধু সানিয়া মির্জা নন, প্রাক্তন পাক ক্রিকেটার আজহার মেহমুদের স্ত্রী ইব্বা কুরেশিও বাবর আজমকে বলেন,'মেরে ফেলব তোমাকে। তবে সত্যি কথা বলে ভালো করেছ। তোমাকে আর বাসায় দাওয়াত দেব না।' করোনার কারণে পাকিস্তানে আটকে ছিলেন শোয়েব মালিক। তবে পাঁচ মাস পর ছুটি পেয়েছেন স্ত্রী ও ছেলের সঙ্গে দেখা করার। সেখানে গিয়েই আড্ডায় বাবরের সঙ্গে সস্ত্রীক আড্ডায় বসেছিলেন শোয়েব। কিন্তু মজার ছলে সানিয়ার দেওয়া বাবরকে খুনের হুমকিই নেট দুনিয়ায় রমরমিয়ে চলছে।
 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত