ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ শোয়েব আখতারের

  • সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্যের কারণে ফের শিরনামে শোয়েব আখতার
  • এবার সুযোগ পেলে ভারতীয় দলের বোলিং কোচ হবার ইচ্ছে প্রকাশ করলেন তিনি
  • কলকাতা নাইট রাইডার্সেরও বোলিং কোচ হতে চেয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
  • সুযোগ পেলে আক্রমণাত্ব পেস বোলার তৈরির আশ্বাসও দিয়েছেন শোয়েব আখতার
     

করোনা ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে স্তব্ধ সমস্ত ধরনের স্পোর্টিং ইভেন্ট। লকডাউনে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন বর্তমান থেকে প্রাক্তন প্লেয়াররা। নিজেদের একাধিক সখ পূরণও করছেন সকলে। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বেড়েছে সকলের। লকডাউনে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় পাকিস্তানের প্রাক্তন তারকা পেস বোলার শোয়েব আখতার। লকডাউন চালকালীন তার একধিক বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ধোনির অবসর নিয়ে বিতর্কিত মন্তব্য করা নিয়ে কম সালোচনার মুখে পড়তে হয়নি পাক স্পিড স্টারকে। তারপর ভারত-পাক সিরিজ নিয়ে সুনীল গাভাসকর ও শোয়েব আখতারের ঠান্ডা যুদ্ধে কথা সকলেরই জানা। কখনও আবার তিনি তার কেরিয়ারের স্মরণীয় সব মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার সব কিছুকে ছাপিয়ে গিয়ে সুযোগ পেলে ভারতীয় দলের বোলিং কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

আরও পড়ুনঃঅনলাইনেই হল চুনী গোস্বামীর স্মরণ সভা,শ্রদ্ধা জানালেন প্রাক্তন প্লেয়ার থেকে ফুটবল কর্তারা

Latest Videos

আরও পড়ুুনঃইতালিতে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,কোয়ারেন্টাইন কাটিয়ে নামবেন অনুশীলনে

একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারে নিজের বাসনার কথা জানিয়েছেন শোয়েব। তাঁকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, ভবিষ্যতে ভারতীয় বোলারদের সঙ্গে যুক্ত হতে চান? উত্তরে শোয়েব বেশ উৎফুল্ল হয়েই বলেন, ‘অবশ্যই। আমার কাজই হল জ্ঞান বন্টন করা। জীবনে যা শিখেছি তা সবার মধ্যে ভাগ করে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘নিজের মতো আরও আগ্রাসী, দ্রুত এবং মুখরা বোলার তৈরি করতে চাই। যে ব্যাটসম্যানকে সমঝে চলার পাঠ দেবে। বোলাররা তো এটাই উপভোগ করতে চায়।’ তিনি জানিয়েছেন, পুরনো টিম কলকাতা নাইটরাইডার্সেরও বোলিং কোচ হতে চান তিনি। একসময় নাইটদের জার্সি গায়ে বাইশ গজে আগুন ঝরিয়েছিলেন শোয়েব। এবার পুরনো দলের প্রতি ভালবাসা উজাড় করে দিতে চান। এছাড়াও  শোয়েব আখতার জানিয়েছেন,'আমি বর্তমান খেলোয়াড়দের চেয়ে আরও আক্রমণাত্মক, দ্রুত এবং আরও কথা বলা বোলার তৈরি করব যারা ব্যাটসম্যানদের এমনভাবে বলতে পারবে যা আপনি খুব উপভোগ করবেন।' আখতারের এই বক্তব্য নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভারতীয় দল বা বারতের বর্তমান ও প্রাক্তন প্লেয়ারদের তরফ থেকে আখতারের এই মন্তব্য প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃমদের দোকান খোলার সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা হরভজন সিংয়ের

Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |