লডাউনে নস্টালজিক সৌরভ গঙ্গোপাধ্যায়,পুরোনো ছবি শেয়ার করে কী লিখলেন

  • লকডাউনে পুরোনো ছবি শেয়ার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
  • ১৯৯৬ সালে লর্ডস টেস্টের আগের দিনের ছবি শেয়ার করলেন সৌরভ
  • লকডাউনে নস্টালজিক হয়ে পড়লেন বিসিসিআই প্রেসিডেন্ট
  • শেয়ারের পর সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি
     

Sudip Paul | Published : May 6, 2020 3:41 PM IST

১৯৯৬ সালের ২০ জুন। ইংল্যান্ডের লর্ডস। অভিষেক হয়েছিল বেহালার বাঁ-হাতি তরুণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তারপরটা ইতিহাস। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিলেন ডাকাবুকো সৌরভ। ইংরেজ বোলারদের সুইং সামলে ১৩১ রানের ইনিংস জন্ম দিয়েছিল ভারতীয় ক্রিকেটে এক লড়াকু যোদ্ধাকে৷ কিন্তু মহারাজের টেস্ট অভিষেক মোটেই মসৃণ ছিল না৷ সফর শুরুর আগেই নভজ্যোত সিং সিধুর দেশে ফেরা এবং মঞ্জেরেকরের না-খেলায় ভাগ্যের শিকে ছিড়েছিল সৌরভ ও রাহুল দ্রাবিড়ের। যা ভারতীয় ক্রিকেটে এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল৷ তারপর ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন সৌরভ। শুধু ব্যাটসম্যান অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে পৌছে দিয়েছিলেন উন্নতির শিখরে। বিদেশের মাটিতে টেস্ট জয় থেকে চোখে চোখে রেখে লড়াই। সবকিছুই শিখিয়েছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। ভারত তথা বিশ্ব ক্রিকেটর অন্যতম সফল ব্যাটসম্যানের পাশাপাশি হয়ে উঠেছেন  অন্যতম সেরা অধিনায়কও। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও। সাফল্যের সঙ্গে সামলাচ্ছেন গুরু দায়িত্ব। আর এই সব কিছুরই ভিত রচিত হয়েছিল ১৯৯৬ সালের ২০ জুন ইংল্যন্ডের লর্ডসে। 

আরও পড়ুনঃঅনুশীলনে নামার আগে কোভিড ১৯ টেস্ট হল মেসি,গ্রিজম্যানদের

Latest Videos

আরও পড়ুনঃএবার কী ইংল্যান্ড পারি দিতে চলেছে কেকেআর,তুঙ্গে জল্পনা

বর্তমানে করোনা ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি জীবনে পরিবারের সঙ্গেই জীবন কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অবসরে অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বদের মত সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় হয়েছেন দাদা। আর সোশ্যাল মিডিয়াতেই লর্ডসের সেই স্মৃতি রোমন্থন করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন, লর্ডসে টেস্ট অভিষেকের আগের দিনে প্র্যাকটিসের ছবি। ছবিতে দেখা যাচ্ছে বল হাতে দৌড় শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লিখেছেন, 'স্মৃতি, ১৯৯৬ সালে লর্ডসে আমার অভিষেক টেস্টের আগের দিন।' সেশ্যাল মিডিয়ায় ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সেই ছবি। লকডাউনে পুরোনো স্মৃতি রোমন্থন করে যে নস্টালজিক হয়ে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় সে কথা বলার অপেক্ষা রাখে না।

 

 

আরও পড়ুনঃকপিল দেব,বিরাট কোহলির দলকে হারানোর ক্ষমতা রাখে ৮৫-র ভারতীয় দল,মন্তব্য রবি শাস্ত্রীর


 

Share this article
click me!

Latest Videos

ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today