'ভবিষ্যতে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে সৌরভের',মন্তব্য ডেভিড গাওয়ারের

  • সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের প্রশংসায় পঞ্চমুখ ডেভিড গাওয়ার
  • সৌরভ বিসিসিআই খুব ভাল চালাচ্ছে বলে জানান গাওয়ার
  • ভবিষ্যতে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা সৌরভের রয়েছে
  • কারণ বিসিসিআই চালানো আইসিসির থেকেও কঠিন বলে জানান গাওয়ার
     

সামলেছেন সিএবির দায়িত্ব। তার সময়কালে অভূতপূর্ব উন্নতির সাক্ষী থেকেছে বাংলার ক্রিকেট। বর্তমানে সামালাচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দায়িত্ব। নিন্দুকেরা প্রশ্ন তুললেও, প্রথম কয়ের মাসেই সৌরভ বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের দায়িত্ব দায়িত্ব নিজের কাঁধে নিতে কতটা সিদ্ধহস্তক তিনি। দায়িত্ব নিয়েই ভারতের মাটিতে তথা ভারতীয় ক্রিকেট দলেরও প্রথম পিঙ্ক বলে দিন-রাতের টেস্ট ম্যাচ করিয়েছেন সাফল্যের সঙ্গে। গোটা বিশ্ব দেখে অবা হয়েছিল ইডেন গার্ডেন্সে পিঙ্ক বল টেস্টের রাজকীয় আয়োজন। মুখে না বললেও, কাজে প্রমাণ করে যেন নিন্দুকদের বলেছিলেন নিজস্ব ভঙ্গিমায় 'বাপি বাড়ি যা'। দল  পরিচালনার দক্ষতা ক্রিকেট জীবনেই দিয়েছিলেন। এবার প্রশাসক সৌরভও বুঝিয়ে দিয়েছেন তার যোগ্যতা।  এবার তাই সৌরভের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার। শুধু বিসিসিআই নয়, আইসিসি-র দায়িত্ব সামলানোর ক্ষমতাও সৌরভের আছে বলে বিশ্বাস করেন গাওয়ার।

আরও পড়ুনঃকরোনা আতঙ্ককে তুড়ি মেরে উড়িয়ে আজ শুরু বুন্দেশলিগা, পড়ুন ৬ ম্যাচের প্রিভিউ

Latest Videos

আরও পড়ুনঃকরোনা আবহে আজ শুরু হচ্ছে বুন্দেশলিগা,জেনে নিন লিগের নয়া নিয়মাবলী

লকডাউনের জেরে সম্প্রতি একটি অনলাইন শো-তে যোগ দিয়েছিলেন ডেভিড গাওয়ার। সেখানে আলাপচারিতায় সৌরভ নিয়ে প্রসঙ্গ উঠলে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক বলেন, ত দিনের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি,'ভারতীয় বোর্ডের দায়িত্ব সামলানো একেবারেই সহজ নয়। অনেক কিছু জানতে হয় একজন বোর্ড প্রেসিডেন্টকে। সৌরভের মতো ব্যক্তিত্বের জন্য এ ধরনের দায়িত্বই মানায়। ক্রিকেট পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক মুন্সিয়ানা দরকার হয়। ক্রিকেটের বাইরেও একাধিক বিষয়ে নজর রাখতে হয় ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টকে। সৌরভের সেই রাজনৈতিক মুন্সিয়ানা আছে।' গাওয়ার একইসঙ্গে আরও জানান,'আমি সৌরভের সঙ্গে অনেক বার কথা বলেছি। এটা বুঝেছি, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ও  সকলের পরামর্শ নেয়। এটা ওর বরাবরের স্বভাব। তার পরে সঠিক সিদ্ধান্তটা নেয়।'ভারতীয় বোর্ড চালানো কেনও কঠিন সেই সম্পর্কে বলতে গিয়ে গাওয়ার বলেছেন,'রতীয় ক্রিকেট-সমর্থকেরা প্রচণ্ড উৎসাহী। তাই প্রশাসকের চাপটাও বেশি। তবে সৌরভ শুরুটা খুব ভাল করেছে।' এছাড়া সৌরভকে একজন ভাল মানুষ বলেও আখ্যা দিয়েছেন গাওয়ার। ভবিষ্যতে আইসিসির প্রধান হওয়ার সবরকম গুনাবলী সৌরভের মধ্যে রয়েছে বলেও জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। ভবিষ্যতের জন্য বিসিসিআই প্রেসিডেন্টকে  শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃঘরে বসেই দর্শকপূর্ণ স্টেডিয়ামের আমেজ,অভিনব পন্থা বুন্দেশলিগার ব্রডকাস্টারের

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts