T20 WC 2021, BAN vs SA- দলে নেই শাকিব-মুস্তাফিজুর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

Published : Nov 02, 2021, 03:40 PM ISTUpdated : Nov 02, 2021, 03:53 PM IST
T20 WC 2021, BAN vs SA- দলে নেই শাকিব-মুস্তাফিজুর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

সংক্ষিপ্ত

আজ টি২০ বিশ্বকাপ ২০২১- (ICC  T20 World Cup)এর ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা  (Bangladesh vs  South Africa)।  দুই দলের কাছে আজকের ম্যাচে জয় আবশ্যিক। তাই জিততে মরিয়া টেম্বা বাভুমা (Temba Bavuma) ও মহম্মদদুল্লাহের (Mahmudullah) দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক।

সুপার ১২ (Super 12) -এর খেলায় গ্রুপ ১-এ ৩টির মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে  দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ৩টির মধ্যে ৩টি ম্যাচ হেরে প্রতিযোগিতায় একেবারে কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ। আজ টি২০ বিশ্বকাপ ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ (Bangladesh vs  South Africa)। সেমি ফাইনালে উঠতে হলে আজকের ম্য়াচ জিততেই হবে টেম্বা বাভুমার (Temba Bavuma) দল। অপরদিকে, লিগ টেবিলের একেবারে শেষে থাকলেও শেষ দুটি ম্য়াচ জিতে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে মহম্মদুল্লাহর (Mahmudullah) দলকে। তবে শেষ আশা টুকুও ছাড়তে নারাজ বাংলা টাইগার্সরা। ফলে আজকের ম্যাচ জিততে মরিয়া দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই  দল। আরব আমারশাহির উইকেটে টস  খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিচ্ছে প্রতিটি ম্য়াচে।  আর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা অভ্যাসে পরিণত  করে ফেলেছেন সব দলের অধিনায়করা। এদিন বাংলাদেশের বিরুদ্ধে টস ভাগ্য সাথ দেয় দক্ষিণ আফ্রিকার।  টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টেম্বা বাভুমা।  প্রতিপক্ষকে কম রানেআটকে রেখে পরিকল্পনা মাফিক রান চেজ করতেই টসে জিত ফিল্ডিংয়ের এই সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। এদিনের ম্যাচে দক্ষিণআফ্রিকা দলে কোনও পরিবর্তন হয়নি। বামলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে শাকিব আল হাসানের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন  শামিম হোসেন। পাাশাপাশি মুস্তাফিজুর রহমানের বদলে দলে এসেছেন নাসুম আহমেদ। 

আরও পড়ুনঃসচিন-সৌরভ-দ্রাবিড়-ধোনি থেকে যুবারজ-রোহিত, ভারতীয় ক্রিকেটারদের কিছু রেকর্ড যা ভাঙা খুব কঠিন

আরও পড়ুনঃT20 WC2021- এখনও সেমি ফাইনালে উঠতে পারে Team India, জানুন কীভাবে তা সম্ভব

আরও পড়ুনঃT20 WC 2021- বিশ্বকাপের মাঝেই সুখবর,অবসর ভেঙে মাঠে ফেরার ইঙ্গিত যুবরাজ সিংয়ের

আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের প্রথম একাদশের ব্যটিং লাইনআপে রয়েছেন কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, ভ্যান ডার ডুসেন, টেম্বা বাভুমা (অধিনায়ক), আইডেন মার্করাম, ডেভিড মিলার। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন  ডিওয়াইন প্রিটোরিয়াস। এছাড়া বোলিং লাইনআপে রয়েছেন  কাগিসো রাবাডা, কেশব মহারাজ, আনরিখ নকিয়া, তাবরেইজ সামশী। অপরদিকে বাংলাদেশের প্রথম একাদশের  ব্যাটিং লাইনআপে রয়েছেন মহম্মদ নইম, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মহম্মদুল্লাহ (অধিনায়ক)। দলে অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান। বোলিং লাইনআপে রয়েছেন  শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে