করোনা যুদ্ধে এবার ৫৯ লক্ষ টাকা অনুদান দিলেন কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাসকর

Published : Apr 07, 2020, 10:42 PM IST
করোনা যুদ্ধে এবার ৫৯ লক্ষ টাকা অনুদান দিলেন কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাসকর

সংক্ষিপ্ত

করোনা যুদ্ধে এবার সামিল হলেন কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাসকর মোট ৫৯ লক্ষ টাকা করোনা মোকাবিলায় অনুদান দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক পিএম কেয়ার্স ফান্ডে ৩৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন সুনীল গাভাসকর বাকি ২৪ লক্ষ টাকা দান করেছেন নিজের রাজ্য মহারাষ্ট্র সরকারের তহবিলে  

দেশ জুড়ে লড়াইয়ে নেমেছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে করোনা মোকাবিলায় দেশবাসীকে এগিয়ে এসে পিএম কেয়ার্স ফাণ্ডে অনুদানের আহ্বানও জানিয়েছেন নমো। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিত্বরা। লড়াই এগিয়ে এসেছেন অসংখ্য ক্রীড়াবিদরা। সামাজিক সচেতনতার প্রচারের পাশাপাশি শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের তহবিলেও যথাসাধ্য অনুদান দিচ্ছেন সকলে। এবার সেই তালিকায় নাম লেখালেন কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাসকার।

আরও পড়ুনঃমেসির ব্যক্তিগত জীবনের কিছু মূহুর্ত, যা বরাবর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

দেশের বিপদের দিনে করোনা মোকাবিলার কঠিন লড়াইয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুনীল গাভাসকর। মঙ্গলবার ৫৯ লক্ষ টাকা দান করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। দানের মোট অর্থ দুই ভাগে করে দিয়েছেন গাভাসকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি করা পিএম কেয়ার্স ফান্ডে ৩৫ লক্ষ টাকা দিয়েছেন সুনীল গাভাসকর। আর বাকি ২৪ লক্ষ টাকা দান করেছেন নিজের রাজ্য মহারাষ্ট্র সরকারের তহবিলে। দান করার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তাও দিয়েছেন সকলের প্রিয় সানি। দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াইতে একসঙ্গে লড়ার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে লকডাউন মেনে সকলকে ঘরে থাকার ও সুস্থ থাকার পরামর্শও দিয়েছেন সুনীল গাভাসকর।

আরও পড়ুনঃবিশ্ব জুড়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা প্রচারে অংশ নেবে ইষ্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাব

আরও পড়ুনঃআইপিএলের জন্য ভারতীয় ক্রিকেটারদের স্লেজিং করতে ভয় পান অজি ক্রিকেটাররা, বিস্ফোরক দাবি ক্লার্কের

এর আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ও বর্তমান অসংখ্য ক্রিকেটার। তালিকায় নাম রয়েছে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রানা, অজিঙ্কে রাহানে, গৌতম গম্ভীর, ইরফান ও ইউসুফ পাঠান সহ অনেকেই। এবার করোনা যুদ্ধে সামিল হলেন সুনীল গাভাসকারও। গাভাসকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দেশ জুড়ে তার অনুগামী ও ক্রিকেট প্রেমীরা।

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর