
আইপিএলের ভালো পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলে। অল্প সময়ের মধ্যেই সীমিত সুযোগে নিজেকে প্রমাণ করেছিলেন বাঁ হাতি মিডিয়াম পেসার। কিন্তু এশিয়া কাপের সুরার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মোক্ষম সময় আসিফ আলির ক্যাচ ফস্কে রাতারাতি ভিলেন হয়ে উঠেছেন অর্শদীপ। সোশ্যাল মিডিয়ায় নোংরা আক্রমণ থেকে শুরু করে নানা ধরনের সমালোচনার মাধ্যমে মুন্ডপাত করা হচ্ছে অর্শদীপ সিংয়ের। এমনকী উইকিপিডিয়ায় অর্শদীপকে খালিস্তানি দলের হয়ে ক্রিকেট খেলতেন বলে লেখা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে সংস্থার কাছে জবাব চেয়েছে। কেন্দ্র এই পরিস্থিতিতে নানা ধরনের চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে অর্শদীপ সিংকে। এই পরিস্থিতিতে অর্শদীপের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি, হরভজন সিংরা। পাশে থাকার বার্তা এল ওয়াঘার ওপার থেকেও। ভারতীয় পেসারের হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ।
অর্শদীপ সিংয়ের ক্যাচ মিস প্রসঙ্গে তার পাশে দাঁড়িয়ে বিরাট কোহলি বলেছেন,'চাপের মুখে যে কোনও খেলোয়াড়ই ভুল করে। এ রকম একটা বড় ম্যাচ, এত কঠিন পরিস্থিতি। আমার মনে আছে, এক বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। সেই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে খেলা। শাহিদ আফ্রিদির বলে একটা খারাপ শট মেরেছিলাম। ভোর পাঁচটা পর্যন্ত জেগেছিলাম। শুধু ছাদের দিকে তাকিয়েছিলাম। ঘুমই আসছিল না। ভেবেছিলাম আর কোনও দিন সুযোগ পাব না। আমার কেরিয়ার শেষ। এখন আমাদের দলের পরিবেশ অনেক ভাল। কাল যখন সবাই একসঙ্গে হব, হাসাহাসি করব, সেটা দেখে অর্শদীপ নিশ্চয়ই অনেকটা চাপমুক্ত হবে। আমি দল পরিচালন সমিতিকে কৃতিত্ব দেব। ওরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যেখানে কেউই ব্যর্থতায় ডুবে যায় না। নতুন উদ্যমে ফিরে আসে। এ রকম পরিবেশে যে কোনও ক্রিকেটার চাইবে, আবার সুযোগ আসুক। তখন সে নিজের ক্ষমতা দেখিয়ে দেবে।'
টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আর্শদীপ সিংয়ের সমালোচনা করা বন্ধ করুন, কেউ ইচ্ছাকৃত ভাবে একটি ক্যাচ ছাড়ে না। আমরা আমাদের ছেলেদের জন্য গর্বিত, পাকিস্তান এখানে অনেক ভালো খেলা খেলেছে। লজ্জা এমন লোকেদের জন্য, যাঁরা এই প্ল্যাটফর্মে আর্শ এবং দল নিয়ে খারাপ কথা বলছে এবং আমাদের নিজেদের ছেলেদের ছোট করছে.. আর্শ হল গোল্ড।’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাফিজ লিখেছেন, ‘ভারতীয় দলের সব সমর্থককে অনুরোধ করছি। খেলার মধ্যে আমাদের ভুল হয়েই থাকে। আমরাও মানুষ। দয়া করে কাউকে এই ভুলের জন্য অপমান করবেন না।’ প্রাক্তন ভারতীয় পেসার ইরফান যেমন লিখেছেন, ‘আর্শদীপ একজন শক্তিশালী ব্যক্তি, এমনই থাকুন।’
প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচে জিতলেও সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হয়েছে ভারতকে। ম্য়াচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে টিম ইন্ডিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচে ১ বল বাকি থাকতে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ৭১ রানের ম্যাত উইনিং ইনিংস খেলেন মহম্মদ রিজওয়ান। সঙ্গে ৪২ রানের দুরন্ত ব্যাটিং মহম্মদ নাওয়াজের।
আরও পড়ুনঃকীভাবে এখনও এশিয়া কাপের ফাইনালে উঠবে ভারত, জেনে নিন কী বলছে অঙ্কের হিসেব