বারাক ওবামা থেকে শুরু করে বিরাট কোহলি, হেলিকপ্টার দুর্ঘটনায় আমেরিকার প্রাক্তন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্ট-এর মৃত্যুতে স্তম্ভিত সবাই। জীবন যে কতটা অনিশ্চয়তায় ভরা, বাস্কেটবল কিংবদন্তির উদ্দেশে শ্রদ্ধা জানাতে সেটাই মনে করিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কোবে-কে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় দলের আর এক তারকা রোহিত শর্মাও।
আমেরিকার লস অ্যাঞ্জেলেস-এর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে কোব-র হেলিকপ্টার। দুর্ঘটনায় ৪১ বছর বয়সি প্রাক্তন বাস্কেটবল তারকা ছাড়াও মৃত্যু হয় তাঁর তেরোব বছর বয়সি মেয়ের। হেলিকপ্টারে থাকা মোট ন' জন যাত্রীই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন- হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের, রক্ষা পেল না কিশোরী কন্যাও
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় কোবে- কে শ্রদ্ধা জানান বিরাট। ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে তিনি রলেন, 'এই খবর শুনে আমি সম্পূর্ণ বিধ্বস্ত। ছোটবেলায় ভোরে ঘুম থেকে উঠে টিভি- তে বাস্কেটবল কোর্টে এই জাদুকরের কীর্তি দেখে সম্মোহিত হয়ে থাকতাম। জীবনটা এরকমই অনিশ্চিত এবং পরিবর্তনশীল। ওনার মেয়ে জিয়ানাও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এই ঘটনা আমার হৃদয় ভেঙে দিয়েছে। ওঁদের আত্মার শান্তি কামনা করি। পরিবারকে শক্ত থাকার জন্য সমবেদনা জানাই।'
ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা লেখেন, 'গোটা ক্রীড়া বিশ্বের জন্যই আজ শোকের দিন। বাস্কেটবলের অন্যতম কিংবদন্তি খুব তাড়াতাড়ি বিদায় নিলেন। কোবে ব্রায়ান্ট এবং তাঁর ছোট্ট কন্যা সহ দুর্ঘটনায় মৃত অন্যান্যদের আত্মার শান্তি কামনা করি।'
শুধু বিরাট, রোহিতরাই নন, খেলাধুলোর জগতের অনেক তারকাই কোবের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছন। ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো লেখেন, 'কোবে এবং তাঁর কন্যা জিনিয়ার মৃত্যতে আমার হৃদয় ভেঙে গিয়েছে। কোবে একজন প্রকৃত কিংবদন্তি এবং অন্যান্যদের কাছে অনুপ্রেরণা। ওঁপ পরিবার এবং বন্ধুদের পাশাপাশি এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।'