আইপিএল শুরুর আগেই বিরাট কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী, কী জানালেন তার সতীর্থ

এবার আইপিএলে (IPL) দেখা যাবে শুধু ব্যাটসম্যান বিরাট কোহলিকে (Virat Kohli)। আরসিবির (RCB) হয়ে ব্য়াট করবেন চাপমুক্ত বিরাট। আইপিএল ২০২২ (IPL 2022) শুরুর আগে বিরাটকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তার সতীর্থ।
 

গত মরসুমের শেষেই রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্য়াঙ্গালোরের (Royal Challengers Bengaluru) অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন মরসুমে আরসিবিতে (RCB)নতুন অধিনায়কত্বের অধীনে খেলবেন  প্রাক্তন অধিনায়ক। আইপিএল ২০২২ (IPL 2022) আরসিবির অধিনায়ক করা হয়েছে ফাফ ডুপ্লেসিকে। ফলে শুধু ব্য়াটসম্য়ান হিসেবে নিজেরে সেরাটা দেওয়া, দলকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া, সতীর্থদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া ও অধিনায়ককে সাহায্য করা লক্ষ্য বিরাট কোহলির। তবে অধিনায়কত্বের চাপ থাকছে না বিরাটের উপর। আর এই জায়গাতেই বিরাট কোহলিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন আরসিবিতে তার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ভয়ডরহীন হীন, চাপমুক্ত বিরাট কোহলি বিপক্ষের জন্য ভয়ঙ্কর বলে জানালেন ম্য়াক্সওয়েল।

গতবছর থেকেই আরসিবিতে যোগ দিয়েছেন গ্লেন ম্য়াক্সওয়েল। ব্য়াট হাতেও অনবদ্য ফর্মে ছিলেন তিনি। কোহলির সঙ্গে তার বন্ধুত্বও নিবিড় হয়েছে। আইপিএলের নতুন মরসুম শুরুর আগে বিরাট কোহলিকে নিয়ে বলতে গিয়ে গ্লেন ম্য়াক্স ওয়েল বলেছেন,'ও জানে যে এত দিন ধরে একটা বোঝা ওর মাথায় ছিল। তাই নেতৃত্ব ছেড়ে দিয়েছে। হয়তো এটার কারণেই ও সে ভাবে পারফর্ম করতে পারছিল না। এখন সেই চাপটা সরে যাওয়ায় অনেকটাই ভারমুক্ত। সেটা কিন্তু বিপক্ষের জন্য ভয়ঙ্কর খবর। এখন ওকে অনেক বেশি শান্ত, ধীর-স্থির লাগে। বাইরের কোনও চাপ ছাড়াই ক্রিকেটজীবনের আগামী কয়েক বছর উপভোগ করতে পারবে ও। আগে ওর বিরুদ্ধে যখন খেলেছি, তখন ও ভয়ঙ্কর প্রতিপক্ষ ছিল। মুখের উপর জবাব দিত। ম্যাচে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করত। এখন নিজের আবেগকে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে পারে ও। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অনেক পরিণত।'

Latest Videos

আরও পড়ুনঃওভারে খরচ করেননি একটিও রান, আইপিএলে এমন কৃতিত্ব সবথেকে বেশি কাদের, চিনে নিন ১০ জনকে

আরও পড়ুনঃকেন ৭ নম্বর জার্সি পড়েন তিনি, এতদিনে রহস্য ফাঁস করলেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি

আরও পড়ুনঃকেকেআরে শিবিরে যোগ দিয়ে চমক দিলেন আন্দ্রে রাসেল, দেখুন ভিডিও

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে আরসিবির গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি-

২৭ মার্চ: বনাম পঞ্জাব কিংস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩০ মার্চ: বনাম কলকাতা নাইট রাইডার্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৫ এপ্রিল: বনাম রাজস্থান রয়্যালস (ওয়াংখেড়ে , সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৯ এপ্রিল: বনাম মুম্বই ইন্ডিয়ান্স (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১২ এপ্রিল: বনাম চেন্নাই সুপার কিংস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৬ এপ্রিল: বনাম দিল্লি ক্যাপিটালস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৯ এপ্রিল: বনাম লখনউ সুপার জায়ান্টস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৩ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৬ এপ্রিল: বনাম রাজস্থান রয়্যালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩০ এপ্রিল: বনাম গুজরাট টাইটান্স (ব্র্যাবোর্ন, বিকেল ৩টে ৩০মিনিট)

৪ মে: বনাম চেন্নাই সুপার কিংস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৮ মে: বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০মিনিট)

১৩ মে: বনাম পঞ্জাব কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৯ মে: বনাম গুজরাট টাইটান্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

এক ঝলকে দেখে নিন আইপিএল ২০২২-এর মেগা নিলামের পর আরসিবি দল-

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-

ব্যাটসম্য়ান: বিরাট কোহলি (১৫ কোটি), ফাফ ডু প্লেসিস (৭ কোটি), ফিন অ্যালেন (৮০ লক্ষ)

উইকেট রক্ষক: অনুজ রাওয়াত (৩.৪ কোটি), দিনেশ কার্তিক (৫.৫ কোটি), লুভনিথ সিসোদিয়া (২০ লক্ষ)

অলরাউন্ডার: গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), শাহবাজ আহমেদ (২.৪০ কোটি), হর্ষাল প্যাটেল (১-.৭৫ কোটি), ওয়ানিন্দু হাসরাঙ্গা (১০.৭৫ কোটি), মহিপাল লোমর (৯৫ লক্ষ), শেরফেন রাদারফোর্ড (১ কোটি ), সুয়শ প্রভুদেসাই (৩০ লক্ষ), অনীশ্বর গৌতম (২০ লক্ষ), ডেভিড উইলি (২ কোটি)

স্পিনার: কর্ণ শর্মা (৫০ লক্ষ), জেসন বেহরেনডর্ফ (৭৫ লক্ষ)

পেসার: মহম্মদ সিরাজ (৭কোটি), জশ হ্যাজেলউড (৪.৭৫ কোটি), আকাশ দীপ (২০ লক্ষ), সিদ্ধার্থ কৌল (৭৫ লক্ষ), চামা মিলিন্দ (২৫ লক্ষ)

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি