১৮ অগাস্ট থেকে শুরু হচে চলেছে ভারত বনাম জিম্বাবোয়ের (India vs Zimbabwe) একদিনের সিরিজ (ODI Series)। তা শুরুর আগেই ভারতীয় দলকে হুঁশিয়ারী দিয়ে রাখলেন জিম্বাবোয়ের ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া (Innocent Kaia)।
রেকর্ড বলছে বিগত ২১ বছরে জিম্বাবোয়ের বিরুদ্ধে কোনও সিরিজ হারেনি ভারতীয় ক্রিকেট দল। তারমধ্যে ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে এক দিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। এই সময়ে জিতেছে দুটি টি২০ সিরিজ ও একটি টেস্ট ম্যাচ। ২০১৬ সালের পর ফের জিম্বাবোয়ে সফরে গিয়েছে ভারত। প্রথম সারির দল না গেলেও রয়েছেন কেএল রাহুল, শিখর ধওয়ান, শুবমান গিল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদবদের মতো তারকারা। রয়েছে দীপক হুডা, ইশান কিশান, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজদের মত তরুণ তুর্কীরা। এহেন ভারতীয় দলকে সিরিজ শুরুর আগে হুঙ্কার দিয়ে রাখলেন জিম্বাবোয়ের ব্যাটসন্যামন ইনোসেন্ট কাইয়া। ২-১ ব্যবধানে ভারতকে সিরিজ হারানোর কথা সাফ জানিয়ে রাখলেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে জিম্বাবোয়ে দলের। ২০১৫ সালে আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারানোর পর প্রথম ঘরের মাঠে কোনও সিরিজ জিতল তারা। ভারতের মত কঠিন বিপক্ষের বিরুদ্ধে নামার আগ আত্মবিশ্বাসের সুরে ইনোসেন্ট কাইয়া বলেন,'আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। ভারতকে হারাতে পারব বলেই মনে হচ্ছে। আমি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। একাধিক শতরান করতে চাই। এই সিরিজে আমার পরিকল্পনা খুব সাধারণ। নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছি।' এছাড়াও কাইয়া বলেছেন,'এটা শুধু ভাল বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং করার বিষয় নয়। এটা মানসিকতার ব্যাপার। কোচ ডেভ আমাদের সব সময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলেন। আমরা ঠিক সেটাই করছি এখন। আমরা এখন শট খেলতে একটুও ভয় পাই না। মানসিকতার পরিবর্তন আমাদের খেলাও বদলে দিয়েছে। তাই এখন জয় পাওয়া আমাদের জন্য খুব বড় বিষয় নয়।' শুধু ইনোসেন্ট কাইয়া নয় গোটা জিম্বাবোয়ে দল ভারতীয় দলের বিরুদ্ধে নামার আগে ভালো ফলের বিষয়ে আশাবাদী ও আত্মবিশ্বাসী রয়েছে।
প্রসঙ্গত, ভারত বনাম জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৮ অগাস্ট, দ্বিতীয় ম্যাচ ২০ অগাস্ট ও তৃতীয় ম্যাচ ২২ অগাস্ট। তিনটি ম্যাচই খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ ১২টা ১৫ মিনিটে। ভারতে টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফরের তিনটি ওয়ান ডে ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও ওয়েব সাইটে।
জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের ওয়ান ডে স্কোয়াড: লোকশ রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।
জিম্বাবোয়ের ওয়ান ডে স্কোয়াড: রায়ান বার্ল, রেগিস চাকাবভা (ক্যাপ্টেন), তানাকা শিবাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লিউক জংউই, ইনোসেন্ট কাইয়া, তাকু কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানশে মারুমানি, জন মাসারা, টনি মুনিওঙ্গা, রিচার্ড নগারাভা, ভিক্তন নিয়াউচি, সিকন্দর রাজা, মিল্টন শুমবা ও ডোনাল্ড তিরিপানো।
আরও পড়ুনঃসিএসএ টি২০ লিগে এবার চমক দিল পার্ল রয়্যালস, চার তারকাকে একসঙ্গে সই করাল দলটি
আরও পড়ুনঃ'ভবিষ্যতে বুড়োরাই টেস্ট খেলবে', নাম না করে আইপিএলকে দায়ী করে দাবি অজি কিংবদন্তীর