আহত পাখিকে বাঁচালেন ধোনি কন্যা জিভা,ভাইরাল ছবি

  • প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতেই একটি আহত পাখি দেখতে পায় তার মেয়ে
  • সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তোলেন ধোনি এবং তার স্ত্রী
  • পাখিটিকে জল খাইয়ে জ্ঞান ফেরান মাহি, জানিয়েছেন তার কন্যা
  • পাখিটি রাখতে চাইলেও শেষপর্যন্ত নিজের মায়ের কথায় পাখিটিকে ছাড়তে রাজি হন জিভা

মহেন্দ্র সিং ধোনির কন্যা জিভা মঙ্গলবার ইনস্টাগ্রামে জানান কিভাবে তাদের বাড়িতে এসে পড়া অসুস্থ একটি পাখিকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট জিভার ঘটনাটির বর্ণনা করার ধরণ অনেকের মন করছে। জিভা জানান প্রথম তারা যখন পাখিটিকে দেখতে পান তখন সেটি অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে ছিল। সেই অবস্থা থেকে ধোনি এবং সাক্ষী মিলে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন এবং পাখিটি ওড়ার ক্ষমতা ফিরে পায়। 

 

Latest Videos

 

আরও পড়ুনঃটেস্টে ৫০ ওভার পর দেওয়া হোক নতুন বল,লি-র সঙ্গে আলোচনায় বললেন সচিন

পাখিটি একটি কপারস্মিথ ছিল। জিভা জানান যে মহেন্দ্র সিং ধোনি অজ্ঞান হয়ে থাকা পাখিটিকে জল খাওয়ান।। তারপর পাখিটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তারপর ধীরে ধীরে উড়ার অবস্থায় ফিরে আসে পাখিটি। জিভা তারপর পাখিটিকে রেখে দিতে চাইলেও শেষ পর্যন্ত পাখিটিকে ছেড়ে দেন। খানিকক্ষণ পাখিটিকে একটি বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন তারা। তারপর সাক্ষী জিভাকে বুঝিয়ে পাখিটিকে মুক্তি দেন। 

 

 

আরও পড়ুনঃকরোনা আবহে ক্রিকেটে একাধিক নয়া নিয়ম জারি করল আইসিসি,জেনে নিন আপনিও

আরও পড়ুনঃকীভাবে দলে সুযোগ পেয়েছিলেন ধোনি, রহস্যফাঁস করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক

লকডাউনে এসব করেই নিজের পরিবারের সাথে সময় কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট থেকে দূরে আছেন বহুদিন হয়ে গেল। প্রায় এক বছর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। আইপিএলে ফেরার কথা ছিল মাঠে। কিন্তু আইপিএল না হওয়ায় আপাতত রয়েছেন নিজের রাঁচির বাড়িতেই। সেখানে পুরোপুরি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার প্রত্যাবর্তন ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। এই মুহুর্তে এই বড় ধোনি ভক্তও তার অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলের বিমানে থাকার কথা জোর দিয়ে বলতে পারবে না।

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা