'এটা বচ্চন স্যারের কেরিয়ারের শ্রেষ্ঠ ছবি' ঝুন্ড দেখে কান্নায় ভাসালেন আমির খান

অমিতাভ বচ্চনের আসন্ন ছবি 'ঝুন্ড'- এর একটি ব্যক্তিগত স্ক্রিনিং করা আমির খানের জন্য। যেখানে সিনেমা শেষে রীতিমত আবেগে ভেসেছেন আমির খান। তিনি বলেন, কী সুন্দর ছবি! বাচ্চাগুলো কী ভাল অভিনয় করেছে!' এরপর অমিতাভ বচ্চন প্রসঙ্গে আমির খানের মন্তব্য 'এই ছবি বচ্চন স্যারের জীবনে করা অন্যতম শ্রেষ্ঠ একটি ছবি।'
 

শুক্রবার ৪ ঠা ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চনের আসন্ন ছবি 'ঝুন্ড (Amitabh Bacchan's film Jhund)।' ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সঙ্গে অভিনয় করতে দেখে যাবে এক ঝাঁক শিশুকে। মুক্তির আগে অভিনেতা আমির খানের (Aamir Khan) জন্য এই ছবির একটি ব্যক্তিগত স্ক্রিনিং- এর ব্যবস্থা করা হয়। সম্প্রতি সেই ছবি দেখার পর আমির খানের প্রতিক্রিয়া বেশ ভাইরাল হয়েছে। টি- সিরিজের (T-series) পক্ষ থেকে তাঁদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে আমির খানের (Aamir Khan) প্রতিক্রিয়ার এই ভিডিও, যেখানে তিনি বলেছেন এই ছবি দেখে তিনি আপ্লুত। পাশাপাশি এই ছবি দেখার পর নিজের চোখের জল ধরে রাখতে পারেন নি এমনটাই ধরা পড়েছে সেই ভিডিওতে। আমির খান জানান, খুব ভালো সিনেমা ওহ ভগবান! কি দারুন সিনেমা দেখলাম।

পরিচালক থেকে অভিনেতা- অভিনেত্রী সকলের ভূয়সী প্রশংসা করেছেন আমির (Aamir Khan)। তিনি জানিয়েছেন ছবিতে শিশু চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁরা প্রত্যেকেই অনবদ্য। পাশাপাশি তিনি এও জানান যে, 'গত ২০-৩০ বছরে তিনি যা শিখেছিলেন সেই সব রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। এরপর অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) প্রসঙ্গে আমির (Aamir Khan) বলেন 'কী অসাধারণ ভালো কাজ করেছেন উনি। বচ্চন স্যার জীবনে অনেক ভালো ছবি করেছেন। বলা ভালো, একটার থেকে ভালো আর একটা ছবি করেছেন, কিন্তু এই ছবি ওনার জীবনের সেরা ছবি। বলিউড কেরিয়ারের শ্রেষ্ঠ ছবি উপহার দিতে চলেছে উনি।'

Latest Videos

 

 

আরও পড়ুন- মাদক মামলায় বিরাট স্বস্তি পেল শাহরুখ পুত্র আরিয়ান খান কোনও তথ্য প্রমাণ পেল না এনসিবির বিশেষ তদন্তকারী দল

আরও পড়ুন- 'ছুঁড়ে ডাইরি ফেলে দিয়েছিল' কপিল শর্মা শো- এ সলমন খানের গোপন রহস্য ফাঁস

আরও পড়ুন- অপেক্ষার আরও ১ বছর, ২৩ জানুয়ারি বিগস্ক্রিনে আসছে বলি বাদশার পাঠান

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন, মারাঠি পরিচালক নাগরাজ পপটলাল মঞ্জুল। ছবিটি ফুটবল কোচ বিজয় বারসের জীবন কাহিনী অবলম্বনে তৈরী করা হয়েছে। বিজয়ের চরিত্রেই অভিনয় করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ছবিতে বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান বাচ্চাকে নিয়ে একটি ফুটবল দল তৈরী করবেন বিজয়। এরপর বস্তির সেই শিশুদের ঝুন্ড (Jhund) কীভাবে একটা অসাধারণ টিম হয়ে উঠবে কোচ বিজয় বারসের হাত ধরে সেই কাহিনীই তুলে ধরা হয়েছে। 

উল্লেখ্য, ঝুন্ড (Jhund) ছবির শ্যুটিং শুরু চলছিল ২০১৮ সাল থেকে। তবে মাঝে নানান সঙ্কটের মাঝে পরে এই ছবির শ্যুটিং। 2018 সালে, পরিচালক মঞ্জুল সিনেমার জন্য পুনেতে একটি সেট তৈরি করেছিলেন কিন্তু আর্থিক বাজেটের সমস্যা থাকায় শেষ পর্যন্ত সেই সেট সরিয়ে ফেলতে হয়। টি- সিরিজ এই ছবিতে যুক্ত হওয়ার আগে ছবির কাজ প্রায় এক বছর বন্ধ পড়েছিল। সূত্রের খবর এই ছবিতে কাজ করতে গিয়ে নিজের পারিশ্রমিক কমিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ছবির স্ক্রিপ্ট না কি খুব পছন্দ হয়েছিল বিগ বির। তাই যখন ছবি নিয়ে বাজেট ইস্যু তৈরী হয় তখন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) জানিয়েছিলেন, 'আমরা পিছনে খরচ করে চলুন ছবির পিছনে খরচ করি।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
‘মহিলাদের উপর অত্যাচারের কথা Mamata Banerjee বলতে দেন না!’ এ কী বললেন Agnimitra Paul
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
Nadia News: অন্ধকার রাস্তা থেকে উদ্ধার অচেতন মেয়ে! হাসপাতালে নিয়ে গেলেই ফাঁস হয় শিউরে ওঠা তথ্য
কেউ হাসপাতালে, কেউ শপিংমলে কাজ করছিল! আটক ২৪ অবৈধ বাংলাদেশি | Delhi Police | Bangladeshi |