কখনও কোলে কখনও আবার কাঁধে তুলে নিয়েছেন স্ত্রীকে, বিবাহবার্ষিকীতে আদুরে শুভেচ্ছা অর্জুনের

 সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সৃজার সঙ্গে আদুরেপনার ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন চক্রবর্তী। অভিনেতার পোস্টে ভক্তরাও তাদের বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

টলিপাড়ার স্বনামধন্য অভিনেতা অর্জুন চক্রবর্তীকে এখন প্রথম সারিতে রয়েছে। এই মুহূর্তে হাতেও রয়েছে একগুচ্ছ কাদ। 'সোনাদা' সিরিজের ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় মুখ অর্জুন চক্রবর্তী। তাকে নিয়ে ভক্তদের কৌতুহল তুঙ্গে। আজ অর্জুনের বিবাহবার্ষিকী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সৃজার সঙ্গে আদুরেপনার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন চক্রবর্তী। অভিনেতার পোস্টে ভক্তরাও তাদের বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

অর্জুন সোশ্যাল মিডিয়ায় সৃজার সঙ্গে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে কালো রঙের ট্র্যাকপ্যান্ট ও ক্য়াজুয়াল টি-শার্ট ও মাথায় টুপি পড়েছেন। কখনও কাঁধে, কখনও আবার কোলে তুলে নিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন স্ত্রী সৃজাকে। সৃজাকেও কালো রঙের পোশাকে দেখা গিয়েছে। ঝড়ের গতিতে এই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবির ক্যাপশনে লেখা-স্ট্রমি সমুদ্র এবং মৃদু জোয়ারের মাধ্যমে, একে অপরকে চিরকাল থেকে বহন করব। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

Latest Videos

 

 

ছবি থেকে বোঝাই যাচ্ছে কোথাও বেড়াতে গিয়ে ছবিগুলি তোলা হয়েছে। হামেশাই বেড়াতে যাওয়ার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেতা। দিনকয়েক আগে জন্মদিন গেছে অর্জুনের। একের পর এক অনুষ্ঠান লেগেই রয়েছে অভিনেতার বাড়িতে। জন্মদিনের দিনও বিলাসবহুল রিসর্টে কাটিয়েছেন সৃজা ও অর্জুন। 

 

 

অর্জুনের স্ত্রী সৃজাকে নিয়ে নেটিজেনদের কৌতুবল তুঙ্গে। হবে নাই বা কেন, তিনি হলেন টলিউডের 'সুপার উত্তম্যান'। ইনস্টাগ্রামে যার অনুরাগীর সংখ্যা ৩০ হাজারেরও বেশি। যার আরও একটি পরিচিতি রয়েছে। যিনি সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তীর ঘরনি সৃজা সেন। তিনিই হলেন অর্জুনের 'সুপার উত্তম্যান'। অভিনয় না করেও সর্বদাই শিরোনামের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সৃজা। অর্জুনের স্ত্রী শ্রীজাও এক সন্তানের মা। কিন্তু গ্ল্যামার ও ফ্যাশন স্টেটমেন্টে টলি নায়িকাদেরও বলে বলে টেক্কা দিতে পারেন তারকা গৃহিণী সৃজা।

 

 

 ব্যক্তিগত জীবন নিয়ে ক্যামেরার সামনে খুব একটা কথা না বললেও তিনি যে চুটিয়ে সংসার করছেন তা তার সোশ্য়াল মিডিয়াতেই স্পষ্ট। ইনস্টাগ্রামে একের পর এক ছবিতেই তাদের গভীর ভালবাসা ফুটে উঠেছে। কখনও ক্যামেরা অন রেখেই স্ত্রীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে আদরে ভরিয়ে দেন তো কখনও আবার কোলে তুলে ভালবাসায় মত্ত থাকেন অর্জুন। ছোটবেলার স্কুলের বান্ধবী সৃজাজাকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন অর্জুন। ২০১৮ সালে একটি কন্যাসন্তানও হয় তাদের। যার নাম অবন্তিকা। এককথায় দশভূজা। সংসার, রান্নাবান্না, বাচ্চা সামলানো সব কিছু করেও মডেলিং করছেন সৃজা।

 

Share this article
click me!

Latest Videos

বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
কুলতলিতে ঘুরে বেড়াচ্ছে বাঘ! দেখুন | Kultali Tiger | #shorts | #tigers | #sundarban | #shortsvideo
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury