নচিকেতা চক্রবর্তীর বাড়িতে হাজির হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, দেখে নিন 'গানের সন্ধ্যা'র সেই ভিডিও

আড্ডার ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করেন চঞ্চল চৌধুরী। গানে গানে এক সন্ধ্যার কিছু মুহূর্ত তুলে ধরলেন তিনি।

'স্বপরিবারে' নচিকেতা চক্রবর্তীর বাড়িতে হাজির হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সুরে তালে জমে উঠল আসর। প্রিয় নচি'দার সঙ্গে তাঁরই গান গাইতে পেরে মুগদ্ধ শিল্পীরা। চঞ্চল চৌধুরীর পাশাপাশি আড্ডায় ছিলেন রবি চৌধুরী,চন্দন সিনহা,কবির বকুল,বৃন্দাবন দাস,শাহানাজ খুশী,দিব্য,সৌম্য,উদয়,শান্তা,শুদ্ধ প্রমুখ শিল্পীরা। মোটের উপর বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীত শিল্পী নচিকতা চক্রবর্তীর বাড়িতে দেখা গেল চাঁদের হাট। সেই আড্ডার ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করেন চঞ্চল চৌধুরী। গানে গানে এক সন্ধ্যার কিছু মুহূর্ত তুলে ধরলেন তিনি। লিখলেন এই দিনের কিছু আবেগঘন মুহূর্তের কথাও। পাশাপাশি বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখার জন্য সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন।

সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীর বাড়িতে গানের আড্ডার ভিডিও শেয়ার করলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন,'পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম….বাকিটা ইতিহাস….স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি….আড্ডায় উপস্হিত রবি চৌধুরী,চন্দন সিনহা,কবির বকুল,বৃন্দাবন দাস,শাহানাজ খুশী,দিব্য,সৌম্য,উদয়,শান্তা,শুদ্ধ……বিশেষ মানুষ ইকবাল ভাই…গানে গানে কাটলো অনেকটা সময়….অনেক গল্প তো বটেই….বিশেষ করে দিব্য সৌম্য শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী…..ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশী….আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি।নচি’দা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।' এমনই কিছু মুহূর্ত শিল্পী ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে।'

Latest Videos

প্রসঙ্গত, ওপার বাংলার স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। তার হাওয়াতেই এখন মুগ্ধ ওপার ও এপার বাংলার ভক্তরা। ওপার বাংলার হাওয়া ছবি নিয়ে এপারবাংলাতেও চর্চা চলছে জোর কদমে। ২০২২ সালে দুই বাংলার অন্যতম চর্চিত ছবি মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি হাওয়া। দীর্ঘদিন ধরেই এপার বাংলার মানুষ চঞ্চল চৌধুরীর এই ছবি দেখার অপেক্ষায় ছিলেন। সদ্য কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অনেকেই এই ছবি দেখে ফেলেছেন। সাদা সাদা কালা কালা -গানের জাদুতে ঝড় তুলেছেন চঞ্চল চৌধুরী।

Share this article
click me!

Latest Videos

'সেমি ফাইনালে হারিয়েছি ফাইনালেও হারাবো' Suvendu Adhikari-র চ্যালেঞ্জ Mamata-কে! #shorts #shortsfeed
ফের অশান্তি সন্দেশখালিতে! তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল, সক্রিয় শিবু হাজরার অনুগামীরা | Sandeshkhali
'আয় জিহাদির বাচ্চারা, রাজাকারের নাতিরা, তোদের বাণ্ডিল করব' | Suvendu Adhikari | #shorts | #bjp
Mamata Banerjee Live: ভারতে ফেরা মৎস্যজীবীদের বিশেষ উপহার মমতার, দেখুন সরাসরি
'এই ভাইরাস ভারতে নতুন নয়', HMPV নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা