অনেকে বাধ্য হয় কাস্টিং কাউচের অংশ হতে, এটা কি নির্যাতন নয়? - টলিউড নিয়ে বিস্ফোরক দেবলীনা

Published : Aug 27, 2024, 11:37 AM IST
debolina dutta

সংক্ষিপ্ত

বলেন, আমি যতবার মুখ খুলেছি, ততবার এই কথাটা বলেছি যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে হেনস্থার জায়গা আছে। কাস্টিং কাউচ আছে। তবে আমি যদি কাস্টিং কাউচের কথা বলি এখানে একটা ভাগাভাগি, দ্বিমত তৈরি হবে।

সদ্য আর্টিস্ট ফোরাম ডাক দিয়েছিল প্রতিবাদ মিছিলেন। সেখানে হাজির হয়েছিলেন প্রায় সকল তারকারই। বড়পর্দা, ছোটপর্দা, ওটিটি এমনকী নাট্য জগতের শিল্পীদের হাজির হতে দেখা যায়। ছিলেন দেব থেকে ঋতুপর্ণার মতো সকল তারকা। এদিন মিছিলে দেখা যায় দেবলীনাকে। আর সেই থেকে খবরে রয়েছেন টলিউড তারকা দেবলীনা দত্ত।

সদ্য ট্রোলারদের মোক্ষম জবাব দিয়ে খবরে এসেছিলেন। তিনি বলেছিলেন, ট্রোলারদের ক্ষমতা বিস্তর। তাদের সেই ক্ষমতা দিয়ে প্রতিবাদ করতে বলেন। সেই মন্তব্য করে খবরে আসেন নায়িকা। আর এবার কাস্টিং কাউট নিয়ে মন্তব্য করেন নায়িকা।

সদ্য এক সাক্ষাৎকারে বলেন, আমি যতবার মুখ খুলেছি, ততবার এই কথাটা বলেছি যে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে হেনস্থার জায়গা আছে। কাস্টিং কাউচ আছে। তবে আমি যদি কাস্টিং কাউচের কথা বলি এখানে একটা ভাগাভাগি, দ্বিমত তৈরি হবে। কারণ বহু মহিলা রয়েছেন যারা কাস্টিং কাউচের অংশ। এমন একটা চাপ সৃষ্টি করা হয় মাথার ওপর, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, এমন একটা পরিবেশ তৈরি করা হয়, যে অনেকে বাধ্য হয় কাস্টিং কাউচের অংশ হতে। এটা কি নির্যাতন নয়?

তেমনই আরজি কর নিয়ে বলেন, এবছর এই বাবা-মায়ের উৎসব হবে কি? যদি না হয়, তাহলে আমাদেরও হবে না। ক্রমাগত এই আগুনে ঘি ঢেলে যাব যাতে এই আগুন জ্বলতে থাকে। কথা দিলাম এই আগুল জ্বলবে, নিভবে না। এভাবে আরজি কর কান্ডের প্রতিবাদ করেন দেবলীনা।  প্রতিবাদ করতে তাঁকে মিছিল করতে দেখা গিয়েছে। জাস্টিস ফর আরজি কর শব্দ শোনা গিয়েছে তাঁর কন্ঠে। আর এই বিতর্কের মাঝে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন নায়িকা। 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে