
শুক্রবার দুপুর থেকে সামাজিক মাধ্যমে একটি ছবি ঘুরছে, যেখানে প্রযোজক নীলাঞ্জনা শর্মাকে দেখা যাচ্ছে। পুজো হয়েছে, এবং ছবি দেখে মনে হচ্ছে নতুন কোনও সূচনা করার আগে যেমন পুজো করা হয়, তেমনই কিছু করেছেন নীলাঞ্জনা। এই ছবি দেখে অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি নতুন কিছু শুরু হতে চলেছে? যদিও তিনি এখনও কিছু খোলসা করেননি। শোনা যাচ্ছে, ‘নিনি চিনিজ় মাম্মাজ় প্রোডাকশনে’র পক্ষ থেকে নতুন কিছু পরিকল্পনা রয়েছে।
ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, নীলাঞ্জনা নতুন ধারাবাহিকের পরিকল্পনা শুরু করেছেন। তাঁর প্রযোজিত ‘হরগৌরী পাইস হোটেল’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। মনে হচ্ছে, নীলাঞ্জনা আবারও নতুন কোনও কাহিনি নিয়ে নতুন গল্প বুনতে চলেছেন।
তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, তিনি প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন, তবে আলোচনা করার মতো পর্যায়ে পৌঁছায়নি। নীলাঞ্জনা এখন দুই মেয়েকে নিয়ে নতুন করে জীবন সাজাচ্ছেন। শোনা যায়, স্বামী যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে এবং তাঁরা অনেক দিন ধরে আলাদা থাকছেন। দুই মেয়ে মায়ের সঙ্গেই আছে এবং বাবার সঙ্গে তেমন যোগাযোগ রাখেনি। বিবাহবিচ্ছেদ নিয়ে যিশু বা নীলাঞ্জনা এখনও কোনও মন্তব্য করেননি, তবে শোনা যায় নীলাঞ্জনা আইনি পদক্ষেপ করেছেন।
ব্যক্তিগত জীবনে যা-ই ঘটুক না কেন, নীলাঞ্জনার কাজে কোনও গাফিলতি নেই। একদিকে তিনি নিজের প্রযোজনা সংস্থার কাজ শুরু করেছেন, অন্যদিকে যিশুও অভিনেতা সৌরভ দাসকে সঙ্গে নিয়ে নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন এবং নতুন ছবির পরিকল্পনা করেছেন। তাঁদের বড় মেয়ে সারা সেনগুপ্ত মুম্বইয়ে মডেলিং করছেন এবং বেশ কিছু বিদেশি কোম্পানির বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে।