‘এবার শেষের পালা’, ‘গাঁটছড়া’ ধারাবাহিকের শেষ লগ্নে বিশেষ পোস্ট অনিন্দ্যর

শেষ হতে চলেছে সেই সিরিয়াল। এই শেষ লগ্নে এক বিশেষ পোস্ট করেন অনিন্দ্য। সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

স্টার জলসার দর্শকদের পছন্দের সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম গাঁটছড়া। বহুদিন ধরে চলছে এই সিরিয়ার। একটি মেয়ের লড়াইয়ের কাহিনি দিয়ে শুরু হয়েছিল গাঁটছড়া। সে দিদির জন্য কীভাবে নিজের জীবনের সকল স্বার্থত্যাগ করেছে তা উঠে এসেছিল সিরিয়ালে। ছবির প্রধান চরিত্রে ছিলেন খড়ি। সেই কাহিনিতে আসে নানা মোড়। খড়ির দিদি স্বার্থপরের মতো বিয়ের আসর ছেড়ে পালায় তখন দিদির বহু বরকে বিয়ে করতে বাধ্য হয় খড়ি। এই নিয়ে নানান জটিলতা, অশান্তি। গল্পের একাংশে দেখা যায় সন্তানের জন্ম দিতে গিয়ে প্রয়াত হয় সে। এমন ভাবে নানান পরিবর্তন এসেছে গল্পে। তিন বোন ও তিন ভাই ছিল এই গল্পের প্রধান চরিত্রে। এদের মধ্যে মেজো ভাই-র চরিত্রে অভিনয় করে এতদিন নজর কেড়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। নেতিবাচক চরিত্রে অভিনয় করেন অনিন্দ্য।

এবার শেষ হতে চলেছে সেই সিরিয়াল। এই শেষ লগ্নে এক বিশেষ পোস্ট করেন অনিন্দ্য। সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ওপরে রাখা একটি চশমা। এই সাদা কালো ছবিটির মধ্যে লেখা, ২ বছর, ৭২০ টার বেশি পর্ব। সঙ্গে তিনটে সম্মানীয় পুরস্কার নেতিবাচক চরিত্রের জন্য। এর সঙ্গে ক্যাপশনে লেখেন, এবার শেষের পালা।

Latest Videos

এভাবে মনের কথা ব্যক্ত করেন অভিনেতা। বিগত ২ বছর ধরে দর্শকদের মন কেড়ে চলেছেন তাঁরা। দর্শকদের কথা মাথায় রেখে গল্পে বারে বারে পরিবর্তন এনেছেন পরিচালক। বিনিময় দর্শকদের থেকে পেয়েছেন ভালোবাসা। এবার এই সকল কাজে সমাপ্তি হতে চলেছে।

অনিন্দ্যের এই পোস্ট নজর কাড়ল সকলের। সকলেই নিজের মনের কথা ব্যস্ত করেন। কেউ লেখেন, খুব মিস করব অনিন্দ্য। আবার কেউ লেখেন, দ্রুত ফিরে এসো নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Animal Income: সাত দিনে ছবির আয় গড়ল রেকর্ড, দেখে নিন মোট আয় করল ছবিটি

মালা বদল থেকে সিঁদুর দান- ভাইরাল নায়িকার বিয়ের ছবি, প্রেমিক সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury