গতকাল অর্থাৎ ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা ও সৌম্য। মালা বদল থেকে সিঁদুর দান- ভাইরাল নায়িকার বিয়ের ছবি।
এই দিনটার অপেক্ষায় ছিলেন দুজনেই। গত কয়েক মাস ধরে চলেছে প্রস্তুতি। বিয়ের সকল খুঁটিনাটি সব বিষয় যত্ন সহকারে আয়োজন করেন। আর এবার এল সেই দিন। গতকাল অর্থাৎ ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা ও সৌম্য।
মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের মতে বিয়ে করলেন সন্দীপ্তা। হল না কন্যাদান। বিয়েতে সাবেকি সাজে সাজবেন তা বলেছিলেন আগেই। হলও তাই। এদিন ফুশিয়া রঙের বেনারসিতে দেখা গেল নায়িকাকে। সৌম্য পরেছিলেন হালকা গোলাপি রঙের শেরওয়ানি। দুজনের মালা বদল থেকে সিঁদুর দান- সবের ছবি হল ভাইরাল।
বাইপাশের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বসে বিয়ের অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন বহু তারকা। সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সোহিনী সরকার, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাসের মতো বহু তারকাকে দেখা যায়। বিয়ের রীতি থেকে খাবার সবেতে ছিল বাঙালিয়ানা। কড়াইশ্যুঁটির কচুরি, ছোলার ডাল থেকে বাসন্তী পোলাও, কষা মাংস, চিংড়ির মালাইকারি ছিল নানা রকম পদ।
এদিন বিয়ে শেষে শাড়ির সঙ্গে স্পোর্টস শ্যু পরে পোজ দেন সন্দীপ্তা। যা মুহূর্তে হল ভাইরাল। বিয়ের দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারে সন্দীপ্তার নানান ছবি। সকালে গায়ে হলুদের ছবি দেখা যায়। তারপর সন্ধ্যায় দেখা যায় বিয়ের সাজে। তার আগের দিন ছিল আইবুড়ো ভাত। খুবই ঘরোয়া ভাবে আয়োজন করা হয়েছিল আইবুড়োভাত। গোলাপী রঙের শাড়িতে দেখা গেল নায়িকাক। খোলা চুল। খুব সামান্য মেকআপ। কপালে ছোট একটা কালো টিপে দেখা যায় তাঁকে। কাল সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান। বাইপাসের ধারে বসেছিস সেই বিয়ের আসর। প্রেমিক সৌম্যর সঙ্গে সাত পাকে ঘুরলেন সন্দীপ্তা, ভাইরাল নায়িকার বিয়ের ছবি।