নতুন ধারাবাহিকে জুটি বেঁধে ফিরছেন গৌরব-শ্রুতি? মুখ খুললেন ছোট পর্দার ‘আহির’

টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন। ধারাবাহিকের সেই জুটি গৌরব রায়চৌধুরী-শ্রুতি দাস নাকি নতুন ধারাবাহিকে, নতুন রূপে ফিরতে চলেছেন।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ত্রিনয়নী’ তাঁদের প্রথম জুটি হিসেবে পরিচিতি দিয়েছিল। একটি ধারাবাহিকেই তাঁরা দর্শক-প্রশংসিত। টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে জোর গুঞ্জন। ধারাবাহিকের সেই জুটি গৌরব রায়চৌধুরী-শ্রুতি দাস নাকি নতুন ধারাবাহিকে, নতুন রূপে ফিরতে চলেছেন। আরও খবর, ধারাবাহিক ‘পিলু’র শ্যুট নাকি শেষের পথে। চলতি মাসের মাঝামাঝি হবে শেষ শ্যুট। গৌরব তার পরেই নাকি নতুন ধারাবাহিকের শ্যুট শুরু করবেন। সত্যিই? জানতে এশিয়ানেট নিউজ বাংলা ফোন করেছিল গৌরবকে। অভিনেতা পিলুর শ্যুটে ব্যস্ত। তারই ফাঁকে ফোনে সটান বললেন, ‘‘পুরোটাই গুজব। ভুয়ো খবর। সকাল থেকে আমিও বহু ফোন পেয়েছি। উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে শেষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, যা রটেছে সবটাই মিথ্যে।’’ কিন্তু নিন্দকে যে বলছে যা রটেছে তার কিছুটা নাকি তলায় তলায় ঘটছে! চলতি ধারাবাহিক শেষের পথে। নতুন ধারাবাহিক নিয়ে তাই ভাবনা-চিন্তা চলতেই পারে।

 

Latest Videos

ছোট পর্দার ‘আহির’ যদিও এ কথা মানতে নারাজ। তাঁর যুক্তি, ‘‘একটা ধারাবাহিক শেষ হলে সেই চরিত্র থেকে বেরোতে কম করে এক মাস সময় লাগে। অভিনেতারা কলের পুতুল নন। আমিও তাই একটু বিশ্রাম না নিয়ে পরের কাজ সম্বন্ধে কিচ্ছু ভাবব না।’’ এও জানিয়েছেন, গত বছর বড় ফাঁড়া গিয়েছে তাঁর। হাতের হাড়ে বড় রকমের টিউমার ধরা পড়েছিল। জটিল অস্ত্রোপচারের পরে প্রাণে বেঁচেছেন। চিকিৎসকেরা বলে দিয়েছিলেন নির্দিষ্ট সময় অন্তর হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। নানা শারীরিক পরীক্ষা করাতে হবে। সে সবেরও সময় এসে গিয়েছে। খুব শিগগিরিই হয়তো গৌরব চিকিৎসকের পরামর্শ নিতে চেন্নাই রওনা হবেন। সেখান থেকে ফিরে বিশ্রাম নিয়ে তার পর নতুন কাজ নিয়ে আলোচনায় বসবেন।

 

অভিনেতাকে বেশি দেখা যায় জি বাংলায়। এই চ্যানেলের নতুন ধারাবাহিকেই কি তাংকে আবার দেখা যাবে? গৌরবের যুক্তি, ‘‘চ্যানেল নিয়ে আমার কোনও বাদবিচার নেই। সহ-অভিনেতা নিয়েও। যে চ্যানেলের ধারাবাহিকের চিত্রনাট্য পছন্দ হবে তাতেই অভিনয় করব।’’ বিষয়টি জানতে এশিয়ানেট নিউজ বাংলা যোগাযোগ করার চেষ্টা করেছিল শ্রুতির সঙ্গেও। তিনি ফোনে অধরা। ফলে, তাঁর থেকে কিছুই জানা যায়নি। তবে গুঞ্জন সত্যি হলে ফের লাইট-ক্যামেরা-সাউন্ড-অ্যাকশনের দুনিয়ায় ফিরবেন তিনি। শ্রুতিকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছে স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকে। সেখানে তাঁর বিপরীতে ছিলেন দিব্যজ্যোতি দত্ত।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News