Arijit Singh: সোনু নিগমের মতো গান গাইতে পারি না, বললেন অরিজিৎ সিং

অরিজিৎ বললনে, তিনি নাকি সোনু নিগমের মতো গান গাইতে পারেন না। যা শুনে অবাক ভক্তরা। অরিজিতের সাফল্যের কথা বলার অপেক্ষা রাখে না। এমন নামজাদা স্টার প্রশংসা করলেন আরও এক স্টারের।

সব সময় আলোচনার শীর্ষে থাকেন অরিজিৎ সিং। এত সাফল্যের পরও তার কোনও অহংকার নেই। সাদামাটা জীবন যাপন করেন তিনি। সাফল্য আজও তাঁর জীবনে আনতে পারেননি পরিবর্তন। অরিজিৎ সিং-র এই সাধারণ জীবন ধারার জন্যই তাকে পছন্দ করেন সকলে। এবার নিজের এমন সরল আচরণ দিয়ে ভক্তদের ফের মুগ্ধ করলেন অরিজিৎ।

সম্প্রতি সোনু নিগমকে নিয়ে মন্তব্য করলেন অরিজিৎ সিং। সোনু নিগর বরাবরই সফল গায়ক। তাঁর ভক্তের সংখ্যা গুণে বের করা কঠিন। এবার নিজেকে সেই ভক্তের তালিকায় নিজেকে যোগ করলেন অরিজিৎ সিং। বললনে, তিনি নাকি সোনু নিগমের মতো গান গাইতে পারেন না। যা শুনে অবাক ভক্তরা। অরিজিতের সাফল্যের কথা বলার অপেক্ষা রাখে না। এমন নামজাদা স্টার প্রশংসা করলেন আরও এক স্টারের।

Latest Videos

সম্প্রতি অরিজিৎ সিং বললেন, ‘সোনু নিগমের গান..., আমাকে ক্ষমা করবেন... আমার যোগ্যতা নেই।’ এরপরই তিনি গাইলেন ‘হাসতি রই তু হাসতি রহে...।’

অরিজিতের এই কথা কানে গিয়েছে সোনু নিগমের। তিনিও চুল থাকেননি। সোনু নিগম লেখেন, এটা সম্পূর্ণভাবে অরিজিতের নম্রতা এবং ভালোবাসা। আমার কোনও কৃতিত্ব নেই। আমি ওতে প্রচন্ড ভালোবাসি।

অরিজিৎ সিং-র খ্যাতির কথা বলা বা তার ভক্তের হিসেব করা অকারণ সময় নষ্টের মতো। কারণ এমন দর্শক খুঁজে পাওয়া দায় যার মনে অরিজিৎ সিং স্থান পায়নি। তেমনই তার সরলতার জন্য তিনি অধিকাংশের পছন্দের গায়ক। তিনি এমন একজন স্টার যে সকলকে সব সময় শ্রদ্ধা করেন। এমনই রূপম ইসলামের গানের একবার প্রশংসা করেছিলেন অরিজিৎ। যা শুনে আপ্লুত হন অরিজিৎ। তেমনই এক সঙ্গে গানও গেয়েছিলেন অরিজিৎ ও রূপম।

এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই কারণে ভাইরাল হলেন অরিজিৎ। নানান কারণে অরিজিৎ সব সময় থাকেন খবরে। অরিজিৎ-র হিট গানের তালিকা তৈরি করতে বসলে তা শেষ করা কঠিন। মাত্র এক দশকের প্লে ব্যাক কেরিয়ারে ৫০টির বেশি পুরস্কার পেয়েছেন অরিজিৎ। সব সময় তিনি দর্শকদের মন রাখার চেষ্টা করে চলেন। কিছুদিন আগে কলকাতায় শো করেছিলেন অরিজিৎ সিং।

ফেব্রুয়ারি মাসে হয়েছিল এই কনসার্ট। অ্যাকোয়াটিকায় অনুষ্ঠিত হয় সেই কনসার্ট। কাল সারা শহর জুড়ে উন্মাদনা ছিল তুঙ্গে। শহরবাসী তো বটেই এমনকী অন্যান্য শহর থেকেও এসেছিলেন অরিজিৎ ভক্তরা।

 

আরও পড়ুন

সব এক নিঃশ্বাসে চলে গেল... পামেলা চোপড়াকে নিয়ে আবেগঘন পোস্ট অমিতাভ বচ্চনের, দেখে নিন কী লিখলেন ব্লগে

প্রয়াত হলেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া, চোপড়া ভিলায় শোক জানাতে এলেন গোটা বলিউড

Sushmita Chatterjee: সুস্মিতা শান্ত না দুরন্ত? প্রশ্নের উত্তরে কি বললেন মিসেস চেঙ্গিস

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন