Neel-Trina: বড়পর্দায় দেখা দেবেন এই রিয়েল লইফ জুটি, প্রথমবার একই ছবিতে নীল-তৃণা

টলিপাড়ার বেশ পরিচিত মুখ নীল ভট্টচার্য ও তৃণা সাহা। একসঙ্গে ছবির পর্দায় সেভাবে দেখা না গেলেও এই রিয়েল লাইফ জুটি অধিকাংশেরেই বেশ পছন্দের। এবার প্রথমবার একসঙ্গে কাজ করবেন নীল-তৃণা।

Sayanita Chakraborty | Published : Jul 12, 2023 10:04 AM IST / Updated: Jul 12 2023, 03:45 PM IST
110

খবরে এলেন রিয়েল লাইফ জুটি নীল ভট্টচার্য ও তৃণা সাহা। শীঘ্রই জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। একসঙ্গে কাজ করবেন এই দুই তারকা। শীঘ্রই বড় পর্দায় ডেবিউ করবে এই জুটি।

210

জানা গিয়েছে, তিলোত্তমা ছবিতে কাজ করবেন নীল ভট্টচার্য ও তৃণা সাহা। ছবির প্রধান চরিত্রে থাকছেন তাঁরা। ছবি পরিচালনা করবেন সৌম্যজিৎ আদক। প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রিয়েল লাইফ জুটি নীল ভট্টচার্য ও তৃণা সাহাকে।

310

এর আগে বড় পর্দায় দেখা গিয়েছে তৃণাকে। তবে, এই প্রথম নীল পা রাখবেন বড়পর্দায়। আর প্রথমবারই সঙ্গে পেলেন নিজের স্ত্রীকে। ছবিতে থাকছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নববাগত রাই দাস।

410

এক মধ্যবিত্ত সমাজের কাহিনি নিয়ে আসছে তিলোত্তমা। ছবিতে দেখা যাবে একটি অনাথ আশ্রম চালান পরাণ বন্দোপাধ্যায়। এদিকে তৃণা অভিনয় করবেন সিঙ্গেল মাদারের চরিত্রে। এর আগে নানান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিছুদিন আগে মুক্তি পাওয়া গভীর জলের মাছ ওয়েব সিরিজেও ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন তৃণা। এবার ফের একবার নতুন ধরনের চরিত্রে দেখা দেবেন।

510

তেমনই নীল ভট্টাচার্যকে দেখা যাবে একজন মিউজিশিয়ানের চরিত্রে। এমন চরিত্রে সেভাবে দেখা মেলেনি তাঁর। এবার প্রথম দেখা দেবেন নীল। প্রথমবার গায়কের চরিত্রে বড় পর্দায় পা দেবেন নীল। ছবি তৃণার সঙ্গে তার সম্পর্ক কী, তা এখনও জানা যায়নি।

610

অন্য দিকে, ঋতব্কত একজন অ্যাকাউন্ট্যান্টের চাকরি করেন। আর রাই হলেন কস্টিউম স্টাইলিস্ট। ছবিতে সকলের আলাদা আলাদা কাহিনি। তবে, গল্পের এক বিশেষ মোড়ে দেখা হবে সকলের। এমনই ভিন্ন ধারার কাহিনি নিয়ে আসছে তিলোত্তমা।

710

শহর তিলোত্তমা-র ভিন্ন ভিন্ন মানুষের কাহিনি নিয়ে তৈরি এই ছবি। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। বুধবার হয়েছে ছবির শেষ শ্যুটিং। এবার হবে পোস্ট প্রোডাকশনের কাজ। সব কাজ শেষে আগামী বছর ছবির মুক্তির দিন স্থির করেছেন পরিচালক।

810

এই ছবিতে প্রথমবার এক সঙ্গে কাজ করবেন পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নববাগত রাই দাস, তৃণা সাহা ও নীল। তেমনই পরিচালক সৌম্যজিৎ-র সঙ্গেও তাদের প্রথম কাজ। এর আগে সৌম্যজিৎ হৃদয়পুর ছবি পরিচালনা করেছিলেন। এবার তিলোত্তমা পরিচালনা করলেন তিনি।

910

এদিকে সদ্য নীল পোশাকে দেখা গেল তৃণাকে। নীল রঙের শর্ট ড্রেস পরেছেন নায়িকা। ডিপ কাট ড্রেসে উঁকি মারছে ক্লিভেজ, বডিহাগিং আউটফিটে ভাইরাল তৃণার হট লুক। ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে ছবি।

1010

সদ্য নীল রঙের শর্ট ড্রেসে দেখা গেল তৃণাকে। ডিপ কাট এই ড্রেসে বেশ হট লাগছিল নায়িকাকে। চোখে ছিল নীল রঙের শ্যাডো। ঠোঁটে নিউড রঙের লিপস্টিক। কানে মানানসই দুল। আর পায়ে ম্যাচিং জুতো। এই ছবি পোস্ট করে লেখেন, নীল হল আমার প্রিয়। এই ক্যাপশন নজর কেড়েছে সকলের। ডবল মিনিং রয়েছে ক্যাপশনে। যা দেখে সকলেই বেশ খুশি।

Share this Photo Gallery
click me!

Latest Videos