Koel Mallick: শুটিং করতে গিয়ে বিপত্তি! গুরুতর চোট পেলেন কোয়েল মল্লিক, কেমন আছেন নায়িকা?

শ্যুটিং চলাকালীন কোয়েল মল্লিকের আহত হওয়ার খবরে টলিউডে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সহ-অভিনেতারা কোয়েলের খোঁজ নিচ্ছেন। অনুরাগীরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান হাতে চোট লাগে নায়িকার। শুটিংয়ের মাঝে তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাতের এক্স রে কারনোর পরে আলনা বোনে ফ্র্যাকচার ধরা পড়ে অভিনেত্রীর। শেষমেশ ডান হাতে প্লাস্টার করার পরামর্শ দেন চিকিৎসক। আপাতত বিশ্রামেই রয়েছেন নায়িকা। এর আগেও একবার শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন কোয়েল। তবে সেই সময় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে এবার বেশ বড় দুর্ঘটনার মধ্যেই পড়তে হয়েছে নায়িকাকে।

মিতিন মাসির ভূমিকায় কোয়েল

Latest Videos

আসছে মিতিন মাসির নতুন ছবি। ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে বলে জানা গিয়েছিল আগে থেকেই। রবিবার ৩১ মার্চ নেপালগঞ্জে এই ছবির শুটিং চলছিল। এই ছবির শুটিং করতে গিয়েই বিপত্তি বাধে। একটি অ্যাকশন দৃশ্য করার সময়তে চোট লাগে কোয়েলের। মিতিন মাসির ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় ছবি। এই ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনার জন্য বলিউড খ্যাত সুনীল রডরিগেজকে। এদিন অ্যকশন দৃশ্য শুট করা কালীন মোট দু'বার চোট লাগে কোয়েলের। সহ অভিনেতার লাথি সজোরে তাঁর কব্জির উপরে লাগে। দ্বিতীয়বার ফের একই জায়গায় আঘাত লাগে কোয়েলের। যার ফলে আলনার হাড় ভেঙে যায় নায়িকার। যন্ত্রণায় ছটফট করতে থাকেন নায়িকা। হাতের আঘাত পাওয়া অংশ ফুলতেও থাকে। তাই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

মিতিন মাসি সাফল্য পাবে বলে আশায় কোয়েল

গত বছর পুজোয় মুক্তি পায় 'জঙ্গলে মিতিন মাসি'। এবার ফের রোমাঞ্চকর একটি গল্প নিয়ে হাজির হতে চলেছে মিতিন। এই ছবির নাম 'একটি খুনের সন্ধানে মিতিন'। সূচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের 'মেঘের পরে মেঘ' গল্পের অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবিটি। বেশ টানটান উত্তেজনা ও দারুন কিছু অ্যাকশন দৃশ্য নিয়ে আসতে চলেছে 'একটি খুনের সন্ধানে'। ছবিতে কোয়েল ছাড়াও অভিনয় করবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার ও অন্যান্যরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

চার বছর পর আবার বাংলা ছবিতে কোয়েল মল্লিক, মুক্তি পাচ্ছে অরিন্দম শীলের ‘জঙ্গলে মিতিন মাসি’

হাসিমুখে কবীর, ওড়নায় মাথা ঢাকা কোয়েলের! গুরুদ্বারে নানকজয়ন্তী রানে-মল্লিক পরিবারের

নস্টালজিক কোয়েল মল্লিক, জানালেন তার প্রিয় ছবির কথা

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News