ফের মা হচ্ছেন কোয়েল মল্লিক, দেবী পক্ষের সূচনায় সুখবর দিলেন স্বামী নিসপাল, করলেন বিশেষ পোস্ট

Published : Oct 03, 2024, 01:06 PM IST
koel mallick

সংক্ষিপ্ত

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক আবার মা হতে চলেছেন। দ্বিতীয় সন্তানের আগমনের খবর দিলেন তিনি ও তার স্বামী নিসপাল সিং। চার বছরের ছেলে কবিরের পর নতুন সদস্য আসছে তাদের পরিবারে। 

ফের টলিপরিবারে আসছে নতুন সদস্য। বড় দাদার ভূমিকা পালন করবেন কবির। দ্বিতীয়বার মা হচ্ছেন কোয়েল মল্লিক। দেবী বন্দনার প্রাক্কালে মিলল এমনই সুখবর ।

কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং নিজের ইনস্টাগ্রামে সেই সুখবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আমরা জানাতে পেরে খুশি যে আমাদের পরিবার বেড়ে উঠছে এবং কবির শীঘ্রই একজন বড় দাদার ভূমিকা নেবে। ভালোবাসা এবং আশীর্বাদের প্রয়োজন।

২০১৩ সালে বিয়ে করেছিলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। বিয়েরও রূপোলি পর্দায় দেখা গিয়েছে কোয়েলকে। এখনও সমান তালে কাজ করে চলেছেন। এরপর ২০২০ সালে জন্ম হয় কোয়েল ও নিসপালের প্রথম সন্তান। কবিরের জন্মের পর থেকে কাজ কমিয়ে দিয়েছিলেন কোয়েল। তবে, শেষ কয় বছরে পর পর তাঁর ছবি মুক্তি পায়।

এবার দেবী বন্দনার প্রাক্কালে ভক্তদের সুখবর দিলেন কোয়েল। কবিরের জন্মের চার বছরের মাথায় ফের মা হবে কোয়েল। নিসপালের পাশাপাশি কোয়েলও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লেখেন, সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।

এদিকে সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। ইউভানের পর মেয়ে হয়েছে তাঁদের। এবার কোয়েলের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। এদিক প্রতি বছর মল্লিক বাড়ির দুর্গাপুজো খবরে আসে। এবছর জানা গিয়েছে, পুজো হলেও উৎসব হবে না। আরজি কর আবহে উৎসব করবেন না বলে স্থির করেছেন তাঁরা। এরই মাঝে কোয়েল দিলেন সুখবর। যাতে খুশির হাওয়া ভক্ত মহলে।

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা