টেক্কা মুক্তির ঠিক আগেই অনুরাগীদের বিশেষ বার্তা দিলেন দেব-সৃজিত, জেনে নিন কী বললেন

টেক্কা ছবি মুক্তির আগে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দেব ও সৃজিত। ছবির গোটা টিমের পক্ষ থেকে এই অনুরোধ করেছেন তাঁরা।

রাত পোহালেই মুক্তি পাবে টেক্কা। তার আগে অনুরাগীদের কাছে বিশেষ অনুরোধ করলেন দেব ও সৃজিত। ছবির গোটা টিমের পক্ষ থেকে এই অনুরোধ করেছেন তাঁরা।

একটি বিশেষ বার্তা দিয়েছেন তাঁরা। লিখেছেন, এটা নিশ্চিত, এই গল্পের প্রতিটা মোড় আপনাদের উত্তেজিত, উচ্ছ্বসিত করবে। সেটা উত্তেজনা যাতে বাকি দর্শকরাও পান, সেই কারণেই কতগুলো কথা বলা দরকার। ছবিটা দেখার পর কোনও স্পয়লার দেবেন না। ছবি জুড়ে থাকা বিভিন্ন গল্পের মোচড় আর চমক যাতে সকলে উপভোগ করতে পারেন, তাই এই অনুরোধ। সাসপেন্স ঘরে রাখতে আপনারা সকলে সহযোগিতা করলে, যাঁরা ছবিটা আপনাদের পরে দেখবেন, তাঁরাও উপভোগ করতে পারবেন।

Latest Videos

এরই সঙ্গে পাইরেসির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত না হওয়ার আবেদনও করেন। পাইরেসি বরাবর বিনোদন জগতের বড় মাথাব্যথা- এমন জানান। তাঁদের বক্তব্য, অননুমোদিত ডিসট্রিবিউশন শুধু প্রযোজকের ক্ষতির কারণ নয়, সিনেমা দেখার ক্ষেত্রে আপোস করাও বটে। সঙ্গে তিনি বলেন, এই বিষয়টি বোঝার জন্য এবং সেটাকে সমর্থন করার জন্য আপনাদের আগাম ধন্যবাদ। টেক্কাকে আপনার ভালোবাসায় ভরিয়ে দেবেন, সেই অপেক্ষায় আছি আমরা।

এবার পুজোয় বড় ধামাকা নিয়ে আসছে দেব। সৃজিত পরিচালিত এই ছবি মুক্তি পাবে পুজোর সময়। টেক্কাতে একেবারে নতুন ভূমিকায় দেখা দেবেন দেব। এক প্রতিশোধের কাহিনি নিয়ে আসছে ছবিটি। ছবিতে পুলিশ তারকার চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। তেমনই আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবিতে চমক দিতে আসছেন দেব। সৃজিত পরিচালিত ছবি এবারে দর্শকদের দিতে চলেছে বিস্তর চমক। 

Share this article
click me!

Latest Videos

রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee