"অনির্বাণের হয়ে আমি ক্ষমা চাইছি, ওকে একটি শান্তি দিন"! মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি দেবের?

Published : Jan 17, 2026, 10:04 AM IST
Dev reaction to being called for the SIR hearing

সংক্ষিপ্ত

টলিউডে ‘অলিখিত নিষেধাজ্ঞা’র কারণে কাজ না পাওয়া অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের পাশে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ দেব। মুখ্যমন্ত্রীকে কী বললেন অভিনেতা?

টলিগঞ্জে দীর্ঘদিন ধরে ‘অলিখিত নিষেধাজ্ঞা’র কারণে কাজ পাচ্ছেন না অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই পরিস্থিতিতে এবার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। সংবাদমাধ্যমের সামনে দেব স্পষ্টভাবে জানিয়েছেন, অনির্বাণকে আবার কাজ করার সুযোগ দেওয়া উচিত। দেব বলেন, অনির্বাণ একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা।

 বাংলা সিনেমার জন্য তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু কিছু কারণে তিনি কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ইন্ডাস্ট্রির পক্ষেও ক্ষতিকর। তাই সকলের কাছে তাঁর আবেদন, অনির্বাণকে শান্তিতে কাজ করতে দিন। এই প্রসঙ্গে দেব আরও বলেন, যদি অনির্বাণের কাজ ফেরানোর জন্য কারও কাছে ক্ষমা চাইতে হয়, তাহলে তিনি নিজেই অনির্বাণের হয়ে ক্ষমা চাইতে প্রস্তুত। 

দেবের কথায়, ব্যক্তিগত দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির কারণে একজন শিল্পীর কেরিয়ার থেমে যাওয়া উচিত নয়। দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং টলিউড ফেডারেশনের কর্তাদের কাছেও আবেদন জানিয়েছেন, যেন অনির্বাণের উপর থাকা অনানুষ্ঠানিক বাধা সরিয়ে তাঁকে আবার স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়। দেবের বক্তব্যে পরিষ্কার, এটি শুধু একজন অভিনেতার বিষয় নয়, গোটা টলিউড ইন্ডাস্ট্রির স্বার্থের সঙ্গেও জড়িত। প্রতিভাকে আটকে না রেখে সামনে এগিয়ে যেতে দেওয়াই বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য ভালো হবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পিকনিকে ইপ্সিতা মা বলে ডাকতেই যা করলেন অনন্যা....! অভিনেত্রীর জন্মদিনে ফাঁস হল বিরাট ঘটনা
অভিনয়ে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! দেখা যাবে সিনেমায়? স্পষ্ট জানিয়ে দিলেন এই সাংসদ