দেবের নতুন প্রজেক্টের সঙ্গে জড়িয়ে সত্যজিত রায়! তৈরি হতে চলেছে নায়ক ছবির রিমেক

নজর দেবের দিকে। বাঙালির প্রাণের অভিনেতা ও গর্বের পরিচালকের তৈরি নায়কের রিমেকে কেমন নিজেকে মানিয়ে নেন দেব, সেদিকেই নজর থাকবে বাংলা দর্শকদের।

সত্যজিৎ রায় পরিচালিত এবং উত্তমকুমার অভিনীত কাল্ট ফিল্ম ছবি ‘নায়ক’ অবলম্বনে একটি ছবির পরিকল্পনা করছেন দেব। ছবিতে মুখ্য চরিত্রেও তিনিই থাকছেন। শোনা যাচ্ছে, রামকমল মুখোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করবেন। এরই মধ্যে ইন্ডাস্ট্রির অন্দরে অন্য খবর ঘুরছে। শোনা যাচ্ছে, নতুন এই ছবির পরিকল্পনা শুরু করেছেন দেব।

চলতি বছরে দেব অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। পুজোয় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ছবিতেও যে তিনি থাকছেন, সম্প্রতি সে কথা ঘোষণা করেছেন এই টলি সুপারস্টার। উল্লেখ্য, চলতি বছরে দেব অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসে মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। পুজোয় মুক্তি পাবে ‘বাঘাযতীন’। বড়দিনে মুক্তি পাবে ‘প্রধান’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ছবিতেও যে তিনি থাকছেন, সম্প্রতি সে কথা ঘোষণা করেছেন এই টলি সুপারস্টার।

Latest Videos

১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘নায়ক’-কে অনেকেই সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকায় রাখেন। এর আগে ২০১০ সালে ‘অটোগ্রাফ’ ছবিটির মাধ্যমে সত্যজিৎ রায় এবং ‘নায়ক’-কে শ্রদ্ধা জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে অরুণ চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন প্রসেনজিৎ। এবার নজর দেবের দিকে। বাঙালির প্রাণের অভিনেতা ও গর্বের পরিচালকের তৈরি নায়কের রিমেকে কেমন নিজেকে মানিয়ে নেন দেব, সেদিকেই নজর থাকবে বাংলা দর্শকদের।

উল্লেখ্য, রুক্মিণী মৈত্রকে নিয়ে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটি পরিচালনা করেছেন রামকমল। আপাতত এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সূত্র বলছে, পিরিয়ড ছবির ক্ষেত্রে পরিচালকের গবেষণা দেখে খুশি দেব। সত্যজিৎ পরিচালিত ‘নায়ক’-এর জনপ্রিয়তাকে নতুন ভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতেই জুটি বেঁধেছেন তাঁরা। এই প্রসঙ্গে পরিচালক রামকমল অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর কথায়, ‘‘এখনও ‘বিনোদিনী’-র কাজই শেষ হয়নি। সেখানে ‘নায়ক’ কী ভাবে আসছে, জানি না।’’ তবে একই সঙ্গে তিনি যে নতুন ছবির ভাবনাচিন্তা শুরু করেছেন সে কথাও স্বীকার করে নিয়েছেন।

কিছুদিন আগেই জানা যায়, বড় পর্দায় একসঙ্গে দেব-সৃজিত জুটিকে দেখতে পাবেন দর্শকরা। ৬ জুলাই এমনটাই ঘোষণা করেন দেব। অভিনেতার নিজস্ব প্রোডাকশন হাউস 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায়ের সঙ্গে ছবিও। সঙ্গে ক্যাপশনে লেখা রয়েছে, 'অবশেষে অফিসিয়াল ঘোষণা...আমরা আসছি ২০২৪-এ।' এই ছবির সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেন অভিনেতা। এই ছবিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা দেবের সঙ্গে রয়েছেন রুক্মিনী মৈত্রও।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বাংলাদেশকে ঠুকলেন, মহিষাদলে বিস্ফোরক শুভেন্দু | Bangladesh | Bangla News
ধান আনতে গিয়ে চরম বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর, দেখুন | Hooghly News Today
জনসংযোগে বেরিয়ে ড্রেনে পরে গেলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, চিড় ধরেছে বা পায়ে
Asianet News Live: তৃণমূলের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ বিজেপির,কী বলছেন, দেখুন সরাসরি
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today