শঙ্কর হয়ে আবার চাঁদের পাহাড়-এর সিক্যুয়েলে দেব? মুখে কুলুপ পরিচালক-প্রযোজকের

চাঁদের পাহড়া এই ছবিটি এসভিএফ-এর ব্যানারে মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এসভিএফ-এর সঙ্গে দেবের সবথেকে বড় ফ্র্য়াঞ্চাইজি এই ছবি। পরিচালক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

 

আবারও শঙ্ককের ভূমিকায় সিলভার স্ক্রিনে দেখা যেতে পারে দেবকে। কারণ ব্যোমবেশ তেমন জমেনি। তাই আবার শঙ্করের চরিত্রেই ফিরে যেতে পারেন দেব। তেমনই জল্পনা টলিপাড়ায়। সূত্রের খবর এসভিএফ-এর প্রস্তাবে সাড়া দিয়েছেন দেব। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে আপাতত দীপক অধিকারী ব্যস্ত দীপক প্রধানের চরিত্রকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে। তিনি অভিজিৎ সেন পরিচালিত প্রধান ছবির শ্যুটিং শুরু করেছেন।

চাঁদের পাহাড় এই ছবিটি এসভিএফ-এর ব্যানারে মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এসভিএফ-এর সঙ্গে দেবের সবথেকে বড় ফ্র্য়াঞ্চাইজি এই ছবি। পরিচালক ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। চার বছর পরে সিক্যুয়েল অ্যামাজন অভিযান মুক্তি পেয়েছিল। সেখানেও দেব আর কমলেশ্বর মুখোপাধ্যায় কাজ করেছিলেন। এবার কমলেশ্বর মুখোপাধ্য়ায় এসভিএফ-এর ব্যানারেই তৃতীয় পর্ব তৈরি করতে চলেছেন। সেখানেই শঙ্করের চরিত্রে অভিনয় করার মৌখিক সম্মতি দিয়েছেন দেব। তবে পরিচালক ও অভিনেতা এই বিষয়ে কোনও কথা বললেননি।

Latest Videos

চাঁদের পাহাড় ছবিতে শঙ্কর গিয়েছিল আফ্রিকার জঙ্গলে। দ্বিতীয় পর্ব অ্যামাজন অভিযান- সেখানে দেব এল ডোরাডো রহস্যের সন্ধানে বেরিয়েছিল। টলিপাড়ায় গুঞ্জন তৃতীয় পর্বের জন্য প্রযোজকরা বেছে নিয়েছেন সাইবেরিয়াকে। তবে এই ছবির বিষয়ে এখনও সবকিছুই গোপন রাখতে চাইছেন নির্মাতারা।

চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছিল ব্যোমকেশ ও দুর্গরহস্য। সত্যসন্ধানীর ভূমিকায় ছিলেন দেব। এই ছবি ঘিরে উৎসহ ছিল তুঙ্গে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই বক্স অফিসে রেটিং কমতে থাকে। তাই কিছুটা হলেও হতাশ দেব। তাই নিজের স্বাচ্ছন্দ্য জায়গা শঙ্করের চরিত্রেই ফিরে যেতে চান অভিনেতা। কারণ শঙ্করের ভূমিকায় জনপ্রিয়তা আর সাফল্য দুই দেখেছেন দেব।

তবে দেবের হাতেও বেশ কিছু কাজ রয়েছে। প্রধান ছবির শ্যুটিং শুরু হয়েছে। বাঘাযতীন নিয়েও ব্যস্ত দেব। অন্যদিকে এসভিএফ এখন ব্যস্ত দশম অবতার ও কাবুলিওয়ালার মত দুটি ছবি নিয়ে। তাই চাঁদের পাহাড়ের তৃতীয় সিক্যুয়েলে তারা কবে হাত দেবে তা নিয়ে রয়েছে সংশয়। তাই অভিনেতা-পরিচালক ও প্রযোজক সকলেই মুখে কুপুল এঁটেছেন।

আরও পড়ুনঃ

শিলচরে শ্রাবন্তী, অসমিয়া গামছা আর জাপিতে উষ্ণ অভ্যর্থনা অভিনেত্রীকে

অর্জুনের হাত ধরে বৃষ্টির মধ্যেই লাঞ্চ ডেটে মালাইকা, বিচ্ছেদের গুজবে জল ঢাললেন যুগল

সলমন খানের ৩৫ বছরের ফিল্মি যাত্রা মাত্র এক মিনিটে, দেখুন ভাইজানের বলি সফররের স্মৃতিমাখা ভিডিও

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari