
Prabhat Roy: গুরুতর অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। কিডনি সংক্রান্ত সমস্য়ায় দিন কয়েক ধরেই ভুগছিলেন। ডায়ালিসিসের পর বাড়িতেও ফেরেন। তবে, হঠাৎ তাঁর শারীরিক অবনতি হয়। সে কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, বুধবার রাতে অস্ত্রোপচার হয়েছে তাঁর।
আগের থেকে এখন কিছুটা ভালো আছেন বলে জানা গিয়েছে। কিন্তু, বিপদ পুরোপুরি কাটেনি। এমনই জানিয়েছেন চিকিৎসকরা।
টলিউডের বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়ের মেয়ে একতা এক সংবাদ সংবাদমাধ্যমে প্রভাত রায়ের শারীরিক অবস্থা প্রসঙ্গে জানান। তিনি জানান, ‘২ দিনের জন্য হায়দরাবাদে যেতে হয়েছিল। আমার স্বামী কর্মসূত্রে ওখানেই থাকেন। বাবিই জোর করে পাঠিয়েছিলেন। আমি ফোনে যোগাযোগ রাখছিলাম। রাতে কী মনে হয়েছিল তাই ভিডিও কল করেছিলাম। তখনই দেখি চোখের নীচটা ফুলেছে। পরিস্থিতি ঠিক মনে হয়নি।’
জানা গিয়েছে, তৎক্ষণাত প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন একতা। রক্তচাপও সে সময় বেশি ছিল বলে জানান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসক জানিয়েছে, পামক্যাথে সংক্রমণ হয়েছে। অস্ত্রোপচারেও রয়েছে। সংক্রমণ কমোনাই এখন মূল লক্ষ্য তাঁদের বলে জানা গিয়েছে।
আশি ছুঁই ছুঁই প্রভাত রায় পরিচালিত একাধিক ছবি রয়েছে। প্রতিদান থেকে শ্বেত পাথরের থালা, সেদিন চৈত্র মাস, লাঠি, যোদ্ধা, শুভদৃষ্টি, প্পতীক সহ অগণিত ছবি আছে বাংলায়। তিনি হিন্দি ছবিও পরিচালনা করেন। জিন্দেগানি ছবিটি তাঁর পরিচালিক। তেমনই সব পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। বরসাত কি এক রাত, মেহবুবা, আনন্দ আশ্রম, অমানুষ, অনুসন্ধান, আজনবি, জুগনু-র মতো ছবির সহ পরিচালক ছিলেন তিনি। তিনি অভিনয়ও করেছেন। অভিমন্য, অমানুষ-র মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
এদিকে চলতি বছর ফেব্রুয়ারিতেও তিনি অসুস্থ হয়ে পড়েন। সে সময় একতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কিডনিটে সমস্যার কারণে প্রভাত রায়ের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছে। হাসপাতালের মেডিকেল টিমের পরামর্শে পরিচালককে বর্তমানে আলিপুরের অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার প্রথম ডায়ালিসিসের পর বর্ষীয়ান পরিচালক স্থিতিশীল আছেন।’
এবার ফের একবার অসুস্থ হলেন পরিচালক। কিডনি সংক্রান্ত সমস্য়ায় দিন কয়েক ধরেই ভুগছিলেন। ডায়ালিসিসের পর বাড়িতেও ফেরেন। তবে, হঠাৎ তাঁর শারীরিক অবনতি হয়। সে কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।